এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতার ভোটার হলেও প্রার্থী হলেন না মিঠুন, গেরুয়া শিবিরে ভূমিকা নিয়ে জল্পনা!

কলকাতার ভোটার হলেও প্রার্থী হলেন না মিঠুন, গেরুয়া শিবিরে ভূমিকা নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপির ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। আর এরপর থেকেই তার মতো হেভিওয়েট অভিনেতা বিজেপিতে যোগদান করায় বিজেপি তাকে আগামী বিধানসভা নির্বাচনে মুখ করতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল। এমনকি মাঝে মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরের হয়ে কোনো একটি বিধানসভা কেন্দ্রের লড়াই করতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হতে দেখা যায় মহাগুরু মিঠুন চক্রবর্তীকে।

স্বাভাবিক ভাবেই বিজেপির পক্ষ থেকে বেশকিছু আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি রয়েছে, তখন কলকাতার ভোটার হয়ে মিঠুন চক্রবর্তী কি এবার বিজেপির প্রার্থী হতে চলেছেন! তা নিয়ে নানা মহলে তৈরি হয় প্রশ্ন। আর এই পরিস্থিতিতে নানা জল্পনা-কল্পনা চললেও বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পেলেন না মহাগুরু।

বস্তুত, মঙ্গলবার 13 টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন ভারতীয় জনতা পার্টি যেখানে কাশিপুর বেলগাছি এবং চৌরঙ্গী কেন্দ্রের প্রার্থী বদল করা হয়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে যে সমস্ত আসনের প্রার্থী ঘোষণা করার বাকি ছিল, সেখানেও প্রার্থীদের নাম জানিয়ে দেয় ভারতীয় জনতা পার্টি।

স্বাভাবিক ভাবেই বিজেপির পক্ষ থেকে এটাই ছিল শেষ প্রার্থী তালিকা। যে প্রার্থী তালিকায় মিঠুন চক্রবর্তীর মত হেভিওয়েট জায়গা পাবে বলে একাংশ কার্যত নিশ্চিত হয়ে উঠেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেখানে জায়গা পেলেন না মহাগুরু। তাহলে এবার মিঠুন চক্রবর্তীর ভূমিকা কি হবে ভারতীয় জনতা পার্টিতে? কিভাবে কাজ করবেন তিনি! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করার পর থেকে তাকে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু বরাবর তিনি জানিয়ে দিয়েছিলেন, তার কোনো অভিলিপ্সা নেই। এক্ষেত্রে দল যদি তাকে প্রার্থী করে তাহলে তিনি যেমন লড়বেন, ঠিক তেমনই দলের পক্ষ থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হবে, সেটাই তিনি পালন করবেন বলে জানিয়ে দিয়েছিলেন মহাগুরু।

আর এই পরিস্থিতিতে শেষ প্রার্থী তালিকা প্রকাশের মিঠুন চক্রবর্তীর নাম না থাকায় তাকে যে বিজেপি এবার তারকা প্রচারক হিসেবে ব্যবহার করবে, সেই বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে গেল। তবে প্রার্থী তালিকায় নাম না থাকলেও সাংগঠনিক বিষয় সহ বিজেপির প্রচার পর্বে যে বড় মুখ হতে চলেছেন মিঠুন চক্রবর্তী, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!