এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কলকাতার জল যন্ত্রণা, রাজ্য সরকারকে প্রবল কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতির

কলকাতার জল যন্ত্রণা, রাজ্য সরকারকে প্রবল কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা। গতকাল রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় চলছে একনাগাড়ে বৃষ্টি। আজ এই পরিস্থিতির উন্নতি হবার তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কলকাতা, হাওড়াতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও রাস্তায় জল, কোথাও হাঁটুজল। বেশ কিছু স্থানে বাড়িতে পর্যন্ত ঢুকে গেছে রাস্তার জল। বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে জোয়ারের জল সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে। শহরের এই জলমগ্ন পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানালেন, রাজ্য সরকারকে জিজ্ঞাসা করতে হবে যে, যে সরকার লন্ডন বানানোর কথা দিয়েছিল, সেই সরকারকে জিজ্ঞাসা করে দেখতে হবে, বৃষ্টিতে কেন কলকাতা রুদ্ধ, স্তব্ধ হয়ে পড়েছে। বাইরে থেকে তাদের আসতে হচ্ছে, কিন্তু যেতে পারছেন না। এদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে কলকাতায় আগামী কয়েক ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে। কলকাতায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া জেলার সর্তকতা জারি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে। তবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে চলবে মাঝারি থেকে ভারি বৃষ্টি। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। দুর্যোগের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। নিচু এলাকায় জমিতে জল জমে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হবার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!