কলকাতায় পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে নাভিশ্বাস আমজনতার, বাড়ছে কেন্দ্র-রাজ্য চাপানউতোর কলকাতা বিশেষ খবর রাজ্য July 7, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ জানিয়ে আসছে বিরোধীরা। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই পেট্রোলের দাম ছুঁয়েছে শতকের ঘর। বাদ রইল না এ রাজ্যও। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গেও একই ছোবই। এবার কলকাতাতে পেট্রোলের দাম 100 ছাড়িয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের বিড়ম্বনা যে বাড়ল, তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। পেট্রোল-ডিজেলের ক্রমাগত মূল্য বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছিলেন। তা নিয়ে অবশ্য প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে নজিরবিহীনভাবে কলকাতায় পেট্রোলের দাম 100 ছুঁতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে এ রাজ্যের বিরোধীরা। গতকাল থেকেই টের পাওয়া গিয়েছিল পেট্রোলের দাম 100 ছাড়াতে চলেছে। আশঙ্কা সত্যি হলো আজকে। বুধবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার 135 টাকা, আগের চেয়ে লিটারে 39 পয়সা বেড়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া ডিজেলের দামও পাল্লা দিয়ে বেড়েছে। কলকাতায় বর্তমানে এক লিটার ডিজেলের দাম 92.50 টাকা। আগের থেকে 23 পয়সা বেরেছে বলে জানা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে অন্যান্য জিনিসের মূল্য বৃদ্ধি হতে শুরু করেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তবে সব থেকে বেশী অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। রাস্তায় তাঁদের বেরোতেই হচ্ছে এবং পেট্রোপণ্যের উপর নির্ভর করতে হচ্ছে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতিতেও তাঁদের মোটা টাকা খরচ করতে হচ্ছে। যা নিয়ে ক্রমাগত ক্ষোভের সঞ্চার হচ্ছে এবার আম জনতার মধ্যে। অন্যদিকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকার-বিরোধী উভয়ই উভয়ের উপর দোষ চাপিয়ে দিয়েছে। কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত কর এই মূল্য বৃদ্ধির পেছনে দায়ী বলে অভিহিত করেছেন, ঠিক সেখানেই রাজ্যের বিরোধী দলগুলি রাজ্য সরকারের দিকে আঙ্গুল তুলেছে। সেক্ষেত্রে দাবি করা হচ্ছে, কেন্দ্র ও রাজ্য উভয়েই যে বিপুল পরিমাণ কর চাপিয়েছে পেট্রোল-ডিজেলের ওপর, সে কারণেই এই পরিস্থিতি। প্রসঙ্গত জানা যায়, গত মে মাস থেকে এখনো পর্যন্ত মোট 36 বার পেট্রোলের দাম বেড়েছে, যেখানে ডিজেলের দাম বেড়েছে 34 বার। সব মিলিয়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কাছে অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত এই পরিস্থিতি থেকে নিস্তার মিলবে কিভাবে, সেটাই প্রশ্ন এখন আমজনতার। আপনার মতামত জানান -