এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড়সড় সুখবর! এবার খোদ কলকাতার বুকে শুরু হচ্ছে করোনা ভ্যাক্সিনের ট্রায়াল! কোথায় কিভাবে জানুন

বড়সড় সুখবর! এবার খোদ কলকাতার বুকে শুরু হচ্ছে করোনা ভ্যাক্সিনের ট্রায়াল! কোথায় কিভাবে জানুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনাকালে বর্তমানে ভ্যাকসিন আবিস্কার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বলেই মনে করছেন সকলে। আর এমন পরিস্থিতিতে যেখানে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন বিশ্ববাসী, সেখানে পিছিয়ে নেই রাশিয়ার ভ্যাকসিনও। যদিও পরীক্ষামূলক পর্যায়ে অনেক অভিযোগ উঠেছিল এই ভ্যাকসিন নিয়ে, তবুও তারই মধ্যে ভারতে এর দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের প্রস্তুতি শুরু হচ্ছে বলে জানা গেছে।

রাশিয়া এবং ভারতের দীর্ঘতম বন্ধুত্বের কথা কারো অজানা নয়। তাই রাশিয়ান ভ্যাকসিন ভারতের ক্ষেত্রে প্রযুক্ত হবে সে কথা আগেই মনে করেছিলেন অনেকে। তবে ভারতে ভ্যাকসিনের ট্রায়ালের জন্য যে সমস্ত ইনস্টিটিউটগুলিকে বেছে নেওয়া হয়েছিল, তাদের মধ্যে পশ্চিমবঙ্গের সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালকে সম্প্রতি খবরে উঠে আসতে দেখা গেছে। আর নেপথ্যে রয়েছে রাশিয়ার ভ্যাকসিন।

সম্প্রতি জানা গেছে, স্পুটনিক’ ফাইভ এর দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। এই হাসপাতালের ১২ জন স্বেচ্ছাসেবকের শরীরে রাশিয়ার তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় পর্ব শুরু করা হবে বলে জানা গেছে।

তবে এক্ষেত্রে এখনো ডিজিসিআই, এথিক্স কমিটির অনুমোদন পাওয়া প্রয়োজন বলেও জানা যায়। তাই এদের অনুমোদন পাওয়া গেলে তবেই নভেম্বর মাসের মধ্যে এর ট্রায়াল পর্ব শুরু করা হবে বলেও জানা গেছে। তবে এক্ষেত্রে এরই সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদনেরও প্রয়োজন বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর যদি এক্ষেত্রে সাগর দত্ত মেডিকেল কলেজের ওই ১২ জন স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিন কাজ করে, তবে এর ভিত্তিতে কলকাতার আরো দুই হাসপাতালেও এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করা হবে বলে জানা যায়। সেক্ষেত্রে পিয়ারলেস এবং মেডিকা সুপারস্পেস্যালিটি হাসপাতালের নাম উঠে এসেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রুশ-ভারত দ্বিপাক্ষিক সুসম্পর্কের পরিপ্রেক্ষিতে রাশিয়ার তৈরি করোনা প্রতিষেধকের ১০০টি ডোজ পরীক্ষামূলক প্রয়োগের জন্য ভারতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে জানা গেছে এই রুশ করোনা প্রতিষেধক স্পুটনিক ফাইভের ট্রায়ালে তাদের সঙ্গে সঙ্গত করছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাব। আর এই পরীক্ষার সমস্ত ব্যবস্থা তারাই করছে।

ফলত দেশজুড়ে মোট ১০০ জনের শরীরে তা প্রয়োগ করা হবে বলে জানা গেছে। আর এই ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ে ট্রায়ালের বাংলার সরকারি হাসপাতাল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালেকে বেছে নেওয়ার ব্যাপারে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্ণধার স্নেহেন্দু কোনার মতে, তাঁরা হাসপাতাল পরিদর্শন করে তার সমস্ত পরিকাঠামো খুঁটিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

সেইসঙ্গে সেখানে কোল্ড স্টোরেজের কেমন ব্যবস্থা, ট্রায়ালের উপযুক্ত পরিস্থিতি আছে কি না, সব দেখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কারণ, ভ্যাকসিন মজুত রাখতে হলে যে উপযুক্ত কোল্ড স্টোরেজ দরকার, সেকথা আগেও বলা হয়েছিল। এরই সঙ্গে আগে এই হাসপাতালে অন্য কোনও ট্রায়ালের অভিজ্ঞতা আছে কি না, তার সমস্ত রেকর্ডও দেখা হয়েছে।

আর এই সমস্ত রিপোর্টই ঠিকঠাক আছে বলেই জানা গেছে। আর এই রিপোর্ট DGCI’তে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আর এখন আপাতত তাদের অনুমোদনের অপেক্ষাই রয়েছে। তবে এক্ষেত্রে ভ্যাকসিনের ট্রায়াল যদি ভালো হয়, তবে ভ্যাকসিন নিয়ে যে নতুন দিগন্ত খুলে যাবে, সেকথাই মনে করছেন চিকিৎসকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!