এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতায় শুভেন্দু অধিকারীর ফ্ল্যাটের সামনে ছিড়ে ফেলা হল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার বাড়ছে তীব্র জল্পনা

কলকাতায় শুভেন্দু অধিকারীর ফ্ল্যাটের সামনে ছিড়ে ফেলা হল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার বাড়ছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বঙ্গ সফরে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রয়েছে মেদিনীপুরে তাঁর দলীয় সভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভাতেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে পারেন, এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এই সভায় শুভেন্দু অধিকারী ও তাঁর বেশ কিছু ঘনিষ্ঠ হেভিওয়েটও যোগদান করতে পারেন বিজেপিতে। আর এই পরিস্থিতি আজ সকালে কলকাতায় শুভেন্দু অধিকারীর ফ্লাটের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের পোস্টার ছেঁড়া অবস্থায় পাওয়া গেলো। যে ঘটনায় শোরগোল পড়ে গেল এলাকাজুড়ে।

উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে একটি ফ্ল্যাট রয়েছে শুভেন্দু অধিকারীর। তিনি কলকাতায় এলে এই ফ্ল্যাটেই থাকেন। গত বৃহস্পতিবার তিনি যখন তৃণমূল ছেড়ে দিয়েছিলেন, এরপরই তাঁর এই ফ্ল্যাটের সামনে বেশ কিছু পোস্টার লাগানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। অনেকে মনে করছেন তাঁকে বিশেষ রাজনৈতিক বার্তা দিতেই এই পোস্টারগুলি লাগানো হয়েছিল। যে গুলির দ্বারা তাঁকে কটাক্ষ পর্যন্ত করা হয়েছিল। এরপর আজ সকালে ছেঁড়া অবস্থায় পাওয়া গেল এই পোস্টারগুলি। তবে, এগুলি কে বা কারা ছিঁড়ে দিয়েছে? তা এখনও জানা যায়নি। এখনো পর্যন্ত এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব কোন বক্তব্য রাখে নি। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী সভার দিনেই এই পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে যথেষ্ট জল্পনা ছড়ালো রাজনীতি মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতে শুভেন্দু অধিকারীর যেমন বিজেপিতে যোগদানের সম্ভাবনা আছে, তেমনি যোগদানের সম্ভাবনা আছে তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক সহ বহু হেভিওয়েট নেতাদের। অনেক হেভিওয়েট দল থেকে ইস্তফা দিয়েছেন। তবে, আজ কতজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন? তা এখনও স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না। তৃণমূলের বহু নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন।

গত মাসের বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের ২০০ টি বিধানসভা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। এরপর থেকেই আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির তৎপরতা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সম্প্রতি তীব্র হচ্ছে তৃণমূল দলের ভাঙ্গন। দলের এই ভাঙ্গন সম্পর্কে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তেমন কোনো অস্বস্তি প্রকাশ না করলেও, বিষয়টি যথেষ্ট চেপে রেখেছে শাসকদল তৃণমূলকে। এমনটাই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!