এখন পড়ছেন
হোম > জাতীয় > কল্যাণকামী রাষ্ট্র থেকে ব্যবসায়িক রাষ্ট্রে পরিণত করতে চাইছে কেন্দ্র-বিস্ফোরক খোদ বিজেপি নেতা

কল্যাণকামী রাষ্ট্র থেকে ব্যবসায়িক রাষ্ট্রে পরিণত করতে চাইছে কেন্দ্র-বিস্ফোরক খোদ বিজেপি নেতা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতকে কল্যাণকামী রাষ্ট্র থেকে ক্রমশ একটি ব্যবসায়িক রাষ্ট্রে পরিণত করতে চাইছে কেন্দ্র সরকার। সব বেচে দেবার এক ভয়াবহ খেলায় নেমেছে কেন্দ্র। এই খেলায় আদানি, আম্বানির ভারত আরো সম্পদশালী হয়ে উঠবে, কিন্তু সাধারন মানুষ এসে পৌঁছাবেন সর্বনাশের দ্বারপ্রান্তে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা তথা বিখ্যাত সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত।

গত বিধানসভা নির্বাচনে হাওড়া দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন রন্তিদেব সেনগুপ্ত। যদিও নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেন নি। ইতিপূর্বে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। তবে সেবারও সাফল্য আসেনি। এবার একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি। যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে। যেখানে তিনি লিখেছেন, ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন। যাতে সাধারণ মানুষ নিশ্চিন্ত হয়েছিলেন। তারপর থেকে সাধারণ মানুষ তাদের সামান্য সঞ্চয়ের অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেখেছেন ও নিশ্চিন্ত থেকেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এতদিন পর আবার মানুষের নিরাপত্তার মধ্যে আঘাত লাগতে শুরু করেছে। সরকার বাহাদুর এক অনিশ্চিত জীবনের দিকে মানুষকে ঠেলে দিয়ে মাথাপিছু ৫ লক্ষ টাকা ধরিয়ে দিয়ে মহান সাজার চেষ্টা করছে। দেশের প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে, ব্যাংক ফেল করলে প্রত্যেক আমানতকারীদের ৫ লক্ষ টাকা করে দেয়া হবে। তিনি প্রশ্ন করেছেন দেশের প্রধানমন্ত্রী এখন ব্যাংক ফেল করার আগাম একটি গাওনা কেন গাইছেন?

তিনি অভিযোগ করেছেন, বেচে দেবার ভয়ঙ্কর খেলায় নেমেছে কেন্দ্র। যে খেলায় আদানি, আম্বানির ভারত ধনে মানে আরো সম্পদশালী হয়ে উঠবে। কিন্তু সাধারন মানুষ সর্বনাশের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। কল্যাণকামী রাষ্ট্র থেকে ভারতকে ক্রমশ ব্যবসায়ী রাষ্ট্রে পরিণত করতে চাইছে কেন্দ্র। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। তার এই পোস্ট একদিকে যেমন ব্যাপক শোরগোল তৈরি করেছে। অন্যদিকে তেমনি একের পর এক জল্পনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, দলের প্রতি বিক্ষুব্ধ হয়ে এবার কি করতে চলেছেন তিনি? দল কি তিনি ছেড়ে দেবেন? বিজেপি ছেড়ে কি যোগ দেবেন তৃণমূলে? এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতির অন্দরমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!