এখন পড়ছেন
হোম > অন্যান্য > কম পয়সায় অনেক বেশি ডাটা! জিও এয়ারটেল ভোডাফোনের আকর্ষণীয় নতুন প্ল্যানগুলি জেনে নিন

কম পয়সায় অনেক বেশি ডাটা! জিও এয়ারটেল ভোডাফোনের আকর্ষণীয় নতুন প্ল্যানগুলি জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতির সার্বিক চিত্রটি মোটেই এখনো আশাপ্রদ নয়। প্রাথমিক অবস্থাতেই করোনা সংক্রমণ আটকাতে দেশজুড়ে শুরু হয়েছিল লকডাউন। যদিও এই মুহূর্তে ধীরে ধীরে আনলক ওয়ানের পথে চলছে দেশ। কিন্তু লকডাউন এর শুরু থেকেই মানুষ গৃহবন্দী এবং বাড়িতে থেকেই অনেকেই work-from-home বেছে নিয়েছেন। আর সে কারণেই ইন্টারনেট ডেটা খরচ অনেক বেশি বেড়ে গেছে। শুধু যে কাজের জন্য ইন্টারনেট ব্যবহার হচ্ছে তাও নয়, মানুষ গৃহবন্দি অবস্থায় নিজের অধিকাংশ সময় অতিবাহিত করার জন্য বেছে নিয়েছে ইন্টারনেট।

এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই ইন্টারনেট ডাটা বেশি খরচ হচ্ছে। তাই ভারতের প্রতিটি টেলিকম নেটওয়ার্ক কোম্পানী সাধারণের জন্য অতিরিক্ত সুবিধা যুক্ত ইন্টারনেট ডেটা এনে দিয়েছে বর্তমানে এবং যার খরচ অত্যন্ত কম বলে দাবী করা হচ্ছে। এতদিন পর্যন্ত যে প্ল্যানে 2 জিবি ডেটা পাওয়া যেত, এবার থেকে সেগুলিতে 4 জিবি ডেটা পাওয়া যাবে। বর্তমানে এরকম বেশকিছু প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন, জিও, এয়ারটেল। ভোডাফোন এই মুহূর্তে সাধারণের জন্য নিয়ে এসেছে 299 টাকার প্ল্যান। এই প্ল্যানে প্রতিদিন 2 + 2 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।

এর সাথে আনলিমিটেড কল এবং 100 এসএমএস ফ্রি পাবেন গ্রাহকরা। এবং এই প্ল্যানটির বৈধতা থাকবে 28 দিন পর্যন্ত। এছাড়াও ভোডাফোন 149 টাকার আরেকটি রিচার্জ প্ল্যান এনেছে। সেখানে এই 299 টাকার প্ল্যানের মতই সবকিছু থাকবে, শুধু বৈধতা বেড়ে হবে 56 দিনের। এবং 699 টাকাতেও একই প্ল্যান, সেক্ষেত্রেও বৈধতা বেড়ে হয়ে যাচ্ছে 84 দিনের। অন্যদিকে রিলায়েন্স জিও বর্তমানে এনেছে 349 টাকার প্ল্যান। যেখানে প্রতিদিন 3 জিবি ডাটা পাওয়া যাবে। 349 টাকার প্ল্যানের বৈধতা থাকবে 28 দিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর মাধ্যমে জিও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা থাকবে এবং অন্যান্য নেটওয়ার্কে কল করতে গেলে হাজার মিনিট দেওয়া হবে গ্রাহককে বলে জানা গেছে। রিলায়েন্স জিওর প্ল্যান 28 দিনের মেয়াদসহ আসলেও প্রতিদিন 6 জিবি অতিরিক্ত ডেটাসহ 3 জিবি আরো দেওয়া হয়। গ্রাহকদের এই পরিকল্পনায় মোট 90 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয় বলে জানা গেছে। এয়ারটেলও এইরকম একটি প্ল্যান নিয়ে এসেছে সম্প্রতি। সেখানে প্রতিদিন 3 জিবি ডাটা পাওয়া যাবে এবং 100 টি এসএমএস পাওয়া যাবে বিনামূল্যে। মেয়াদ থাকবে 28 দিনের।

তবে প্রতিযোগিতার বাজারে প্রথম থেকেই জিও বিশেষ সুবিধা দিয়ে আসছে বলে মত টেলিকম জগতের বিশেষজ্ঞদের। তাই এবার রিলায়েন্সের জিওকে টেক্কা দেবার জন্য অন্যান্য টেলিকম কোম্পানীগুলো উঠে পড়ে য লেগেছে, তা বোঝাই যাচ্ছে। তবে সর্বসাকুল্যে গ্রাহক পরিষেবা কথা বলবে। তাই অন্যান্য টেলিকম কোম্পানিগুলি কি ধরনের গ্রাহক পরিষেবা দেবে তার ওপরই নির্ভর করবে তাঁদের জনপ্রিয়তা। তবে আপাতত বিভিন্ন কোম্পানি থেকে অতিরিক্ত ডেটা পেয়ে গ্রাহক মহলে যে স্বস্তির নিঃশ্বাস, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!