এখন পড়ছেন
হোম > জাতীয় > কোন কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পড়তে চলেছে বেসরকারিকরণের কোপে? জানুন বিস্তারিত

কোন কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পড়তে চলেছে বেসরকারিকরণের কোপে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের ফলে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। অর্থনৈতিক অবক্ষয় প্রায় শূন্য করে দিয়েছে রাজকোষকে। রাজকোষের ঘাটতি মেটাতে ও অর্থনীতিকে সচল রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে অন্যতম হলো কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ। কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা কেন্দ্রীয় বাজেটে ইতিপূর্বে জানানো হয়েছে। এবার কোন কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককের বেসরকারিকরণ করা হবে? তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্রীয় সরকার।

আগামী অর্থবর্ষ থেকেই কয়েকটি ব্যাংককে বেসরকারিকরণ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সরকারি সূত্রে জানা গেছে যে, যে কয়েকটি ব্যাঙ্ককে বেসরকারিকরণ করা হবে, সেগুলি হলো ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। প্রথমদিকে, দুটি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে। সমস্ত যদি ঠিকঠাক থাকে তবে বড় ব্যাঙ্কের বেসরকারিকরণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। তবে স্টেট ব্যাংকের কোন বেসরকারিকরণ হচ্ছে না, বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্যাংক বেসরকারিকরণের এই কেন্দ্রীয় সিদ্ধান্ততে সিঁদুরে মেঘ দেখছেন ব্যাংকের কর্মীরা। বেসরকারিকরণ করা হলে কর্মী ছাঁটাইয়ের যেমন আশঙ্কা আছে, তেমনি অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও আশঙ্কা করছেন ব্যাংক কর্মীরা। ব্যাংক বেসরকারিকরণ করা হলেই প্রতিবাদে নামতে পারে একাধিক ব্যাংক কর্মী ইউনিয়ন। এ কারণেই সাবধানী পদক্ষেপে বিষয়টি নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে, অর্থনীতির বিপর্যয়ে দেশের রাজকোষের ঘাটতি পূরণ করতে এছাড়া অন্য কোন উপায়ও দেখতে পাচ্ছে না কেন্দ্রীয় সরকার।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!