এখন পড়ছেন
হোম > রাজ্য > কোন পথে এগোচ্ছে প্রাথমিক স্তরের স্কুল খোলার বিষয় ?বিশেষ পরিকল্পনা শিক্ষা দপ্তরের !

কোন পথে এগোচ্ছে প্রাথমিক স্তরের স্কুল খোলার বিষয় ?বিশেষ পরিকল্পনা শিক্ষা দপ্তরের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত 16 নভেম্বর থেকেই শুরু হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত স্কুলের কলেজের পঠন পাঠন খুলেছে স্কুল-কলেজের দরজা । তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্লাস হলেও বর্তমানে কিন্তু ছোটদের জন্য স্কুল এখনো পর্যন্ত খুলেনি যার ফলে স্কুলে গিয়ে পড়াশুনা থেকে  বঞ্চিত রয়েছে বাচ্চারা   । সেজন্যই দীর্ঘদিন ধরে স্কুলের পঠন পাঠন বন্ধ থাকার জন্য বাচ্চাদের পড়াশোনায় যে যথেষ্ট ঘাটতি শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না ,  সেই সঙ্গে নানা অসুবিধার কথা তুলে ধরেছেন অভিভাবকরা  । তবে প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস এখনো পর্যন্ত চালু না হওয়ায় অভিভাবকরা দাবি করেছেন ক্লাস চালু করার জন্য । আর অভিভাবকদের এই দাবির নিরিখেই প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটা জানা গেছে  ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসের 2 তারিখ থেকে স্কুল প্রাঙ্গনে বাচ্চারা যেতে চলেছে তার  বইখাতার ব্যাগ নিয়ে ।  নতুন বছরে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের স্কুল চালু করার উদ্যোগ নিচ্ছে এরকম একটি প্রস্তুতিপর্ব নিতে চলেছে শিক্ষা দপ্তর  । আর এই প্রস্তুতিপর্ব কিরকম হবে তার জন্য জেলা শাসকের কাছে নির্দেশিকা পাঠালো স্কুল শিক্ষাদপ্তর । জেলাশাসক কে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২রা ডিসেম্বর এর মধ্যে মিড-ডে-মিল সংক্রান্ত তথ্য অনলাইনে জানাতে হবে।  মিড-ডে মিল প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর জেলাশাসকদের পাশাপাশি সরকারের অন‌্য কয়েকটি দপ্তরেও চিঠি দিয়েছেন। এই চিঠির ভিত্তিতেই শিক্ষামহল মনে করছে, কোভিড পরিস্থিতির অবনতি না হলে ২রা জানুয়ারি থেকে স্কুলের বাকি ক্লাসগুলিও চালু হয়ে যাবে।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!