এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “কোনো হানাহানি নয়” জেলের ঘানি টেনেই সম্বিত ফিরলো কেষ্টর!

 “কোনো হানাহানি নয়” জেলের ঘানি টেনেই সম্বিত ফিরলো কেষ্টর!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় অনুব্রত মণ্ডল মানেই গরমাগরম হুমকি, হুঁশিয়ারি‌। ভোটের আগে তার বক্তব্য নিয়েই সরগরম হয়ে উঠত রাজ্য রাজনীতি। বিরোধীরাও লাগাতার অভিযোগ করতো তার বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে মাঝে সেই অনুব্রত মণ্ডলের জেল যাত্রা হয়েছিল দীর্ঘদিন জেলে থাকার পর কিছুদিন আগে ছাড়া পেয়েছেন তিনি। আর জেল থেকে মুক্তি পাওয়ার পর দলের বিজয়া সম্মিলনীতে সেই অনুব্রত মণ্ডল যে সমস্ত বক্তব্য রাখলেন, তার ফলে প্রশ্ন উঠছে যে, তিনি কি আমূল বদলে নিলেন নিজেকে? বুঝতে পারলেন যে, অতীতে যে সমস্ত হুঁশিয়ারি দিয়েছেন, যেভাবে হুমকি দিয়েছেন, সেই রাস্তা থেকে সরে আসা উচিত!

প্রসঙ্গত, গতকাল তৃণমূলের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে উপস্থিত হন অনুব্রত মণ্ডল। যেখানে বক্তব্য রাখতে গিয়ে সকলকে হানাহানি, খুনোখুনি থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, “কোনো হানাহানি নয়, কোনো খুনোখুনি নয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সামনে রেখেই সবাইকে শান্তিপ্রিয় ভাবে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।”

আর এখানেই বিরোধীরা বলছেন, এ ছাড়া তো অনুব্রত মণ্ডলের করার মত আর কিছু নেই। দীর্ঘদিন জেলের ঘানি টানার পর তিনি বুঝতে পেরেছেন, পাপ কাউকে ছাড়ে না। তাই অতীতে যেভাবে মানুষকে ভয় দেখিয়েছেন, সেই কৃতকর্মের ফল তাকে পেতে হয়েছে। তাই এবার যদি আবার তিনি সেই রাস্তায় হাঁটেন, তাহলে হয়ত তাকে আরো করুন পরিণতি উপলব্ধি করতে হতে পারে। আর সেই কারণেই কি এবার কিছুটা শান্ত মেজাজে হিংসা থেকে দূরে থাকার বার্তা দিতে শোনা গেল কেষ্ট মন্ডলকে? নাকি সবটাই নাটক, লোক দেখানো? দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!