এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > কোনো প্রকারেই কাটছেনা নিম্নচাপের ভ্রুকুটি! আবারো রাজ্যে ধেয়ে আসতে চলেছে শক্তশালী নিম্নচাপ !

কোনো প্রকারেই কাটছেনা নিম্নচাপের ভ্রুকুটি! আবারো রাজ্যে ধেয়ে আসতে চলেছে শক্তশালী নিম্নচাপ !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আর মাত্র কিছুদিন অপেক্ষা সামনে আসতে চলেছে বাঙালির সর্ব প্রিয় উৎসব দুর্গাপূজা তবে কিছুতেই যেন  বাংলা থেকে নিম্নচাপের ভ্রুকুটি কাটছে না যার জন্য বাঙালির প্রিয় উৎসবকে ঘিরে অনেকটাই উৎকণ্ঠার মেঘ জমেছে উৎসবপ্রেমী মানুষের ভিতরে । দফাই দফাই রাজ্য জুড়ে চলছে  রৌদ্র-বৃষ্টির খেলা । আবার কখনোবা সারাটাদিনই মুখ ভার থাকছে  আকাশের । আজ সোমবার সকাল থেকেই শহর কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলোতে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন ভাব এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বলে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে।

এরই মধ্যে আরও একটি নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে যেটা আগামী রবিবার দক্ষিণবঙ্গের উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে জানানো হয়েছে যার জেরে প্রবল বৃষ্টিপাত হতে পারে কলকাতাসহ দক্ষিণের বেশকিছু জেলাতে । আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে যতটা আগামী শুক্রবার মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরের বুকে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত । যেটি নিম্নচাপে পরিণত হবে ।

এই নিম্নচাপ আগামী রবিবার থেকে গঙ্গাসাগর এর মধ্যে দিয়ে যেকোনো একটি জায়গা দিয়ে  ঢুকে পড়বে ভূভাগে । তবে ওডিশা দিয়ে এই নিম্নচাপ প্রবেশ করলেও প্রবল বৃষ্টি হবে পশ্চিমঙ্গে।   দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে পড়তে পারে এই নিম্নচাপ যার জেরে জলমগ্ন হবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের  জেলাগুলি ,  সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার তবে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে এমনিতেই ঘূর্ণবাতের জেরে বৃষ্টিপাত হয়েছে তার ওপর শুরু হয়েছে নিম্নচাপ পরিস্থিতি ।

 

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!