এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কোনোদিন না হারা কেন্দ্রেও এবার বেসামাল কংগ্রেস? ঘাসফুলের সঙ্গে টক্করে ক্রমশ দিশেহারা হাত?

কোনোদিন না হারা কেন্দ্রেও এবার বেসামাল কংগ্রেস? ঘাসফুলের সঙ্গে টক্করে ক্রমশ দিশেহারা হাত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহরমপুরের লালগোলা বিধানসভা বরাবরই কংগ্রেসের অটুট দুর্গ বলে মনে করা হয়। 1951 থেকে 2016 সাল পর্যন্ত একটানা 16 বার কংগ্রেস জিতে এসেছে এই বিধানসভায়। কিন্তু লোকসভা নির্বাচন থেকে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস শিবির কিন্তু বড়সড় ধাক্কা খেয়েছে। সামনে আসছে একুশের বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে লড়াই এবার সেয়ানে সেয়ানে বলে মনে করা হচ্ছে।

কারণ এই অঞ্চলে তৃণমূল এবার কংগ্রেসের সাথে টক্কর দিচ্ছে উন্নয়নের হাতিয়ারকে সঙ্গে নিয়ে। রীতিমতো কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কংগ্রেসের দিকে শাসক শিবির। লালগোলা বিধানসভা কেন্দ্রে আবু হেনা এই কেন্দ্রে জয়ী হয়েছেন টানা ছয় বার। তার আগে আব্দুল সাত্তার ছিলেন সাতবারের বিধায়ক।

সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে কংগ্রেস কি এবার লালগোলা বিধানসভা কেন্দ্র দখলে রাখতে পারবে? কংগ্রেসের অন্দরেও কিন্তু শুরু হয়ে গেছে গুঞ্জন। এলাকার মানুষ এক কথায় বলে দিচ্ছে, লালগোলার মানুষদের জন্য উন্নয়ন্দিয়ে জমি তৈরী করে তৃণমূল বাজি জিতে নিয়েছে। আর সে কারণেই এলাকায় তাঁদের ভিত আরো মজবুত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

তৃণমূলের ব্লক সভাপতি শুভ রঞ্জন রায় জানিয়েছেন, বিগত কয়েক বছরে লালগোলা বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকাতেও রাস্তা নির্মাণ হয়েছে, বাড়ি বাড়ি জল এসেছে, একটি অডিটোরিয়ামের কাজ সম্পূর্ণ হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, খাদ্য দপ্তরের গোডাউন তৈরি হয়েছে, দুটি কর্মতীর্থ হয়েছে, এছাড়াও সরকারি প্রকল্পের হাত ধরে মানুষ উপকৃত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এলাকার স্থানীয় বাসিন্দারাও প্রায় একই সুরে কথা বলেছেন। তাঁদের দাবি, তৃণমূল সরকারের প্রকল্পের ফলে গ্রামের চেহারা বদলে গিয়েছে। প্রত্যন্ত গ্রামের মহিলারাও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলাও অনেকটাই উন্নত হয়েছে বলে দাবী বাসিন্দাদের। আগে এই এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো, যা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রিত।

তবে স্থানীয় বিধায়ক তথা কংগ্রেস নেতা আবু হেনা উন্নয়নের প্রসঙ্গে তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, কোন কিছু না করেই তৃণমূল ফায়দা তোলার চেষ্টা করছে ওই এলাকায়। অন্যদিকে কংগ্রেস-তৃণমূল এর পাশাপাশি গেরুয়া শিবিরও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের দাবি, বিজেপি এলাকায় অতোটা চিন্তার কারণ নয় কিন্তু সম্প্রতি লালগোলায় বিতর্কিত একটি সংগঠন ধীরে ধীরে প্রচার শুরু করছে। তাঁরা যদি সক্রিয় হয়, তাহলে কিন্তু সংখ্যালঘু গোষ্ঠী নিয়ে শাসকদলের চিন্তা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

তবে তৃণমূল মনে করছে উন্নয়নের হাতিয়ার প্রয়োগ করে তাঁরা মানুষের ভোট পাবেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এতদিন পর্যন্ত লালগোলা বিধানসভা কেন্দ্র কংগ্রেসের দুর্গ বলে পরিচিত হলেও এবার কিন্তু সেই দুর্গে ফাটল ধরানোর চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। সেক্ষেত্রে কংগ্রেস কতটা শক্তি নিয়ে লড়াই করতে পারবে, সেদিকেই এখন নজর সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!