এখন পড়ছেন
হোম > জাতীয় > কড়া নাড়ছে একাধিক রাজ্যের বিধানসভা ভোট, দলকে উজ্জীবিত করতে বিশেষ পদক্ষেপ বিজেপির শীর্ষ নেতৃত্বের

কড়া নাড়ছে একাধিক রাজ্যের বিধানসভা ভোট, দলকে উজ্জীবিত করতে বিশেষ পদক্ষেপ বিজেপির শীর্ষ নেতৃত্বের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলা জয়ের যে লক্ষমাত্রা রেখেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব, তা পূরণ করা সম্ভব হয়নি, উপনির্বাচনেও ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। কিন্তু সামনেই রয়েছে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মতো রাজ্য, গোয়ার মতো কেন্দ্রশাসিত অঞ্চল। এই পরিস্থিতিতে দলের নেতা- কর্মীদের মনোবল বাড়িয়ে তোলা অত্যন্ত জরুরী। দিল্লিতে কর্মসমিতির বৈঠকের দলের কর্মীদের মনোবল বাড়াতে একাধিক ভোকাল টনিক দিলেন বিজেপির শীর্ষ নেতারা।

পশ্চিমবঙ্গে ২০০ টি আসন দখল তথা ক্ষমতা দখলের যে লক্ষ্যমাত্রা দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব, তা পূরণ করা সম্ভব হয়নি, উপনির্বাচনেও একেবারে মুখ থুবরে পড়েছে দল। তবে এই অবস্থার মধ্যেও বিজেপির রাজ্য নেতৃত্বকে উৎসাহিত করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি জানালেন, বাংলায় বিজেপি ইতিহাস তৈরি করেছে। আগে যেখানে বিজেপি ৩ শতাংশ ভোট পেত, সেখান থেকে এখন ৩৭ শতাংশ ভোট পেয়েছে। এমন নজির ইতিহাসেও নেই। রাজনীতির পড়ুয়াদের কাছেও বিষয়টি একটি তাৎপর্যপূর্ণ ব্যাপার।

নির্বাচনের পর বিজেপি কর্মীদের ওপর যে বারবার মারধর, হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ জানালেন তিনি। তিনি জানালেন বাংলায় দিকে দিকে হামলা চলছে বিজেপি কর্মীদের ওপর। বিজেপির ৫৭ জনকে খুন করা হয়েছে। কিন্তু এরপর বিজেপি মানুষের মনে জায়গা করে নিয়েছে। তিনি জানিয়েছেন, সারাদেশের বিজেপি নেত্রীবৃন্দ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পাশে দাঁড়াবে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে দল। গণতান্ত্রিকভাবে আইনের পথে অন্যায়ের মোকাবিলা করবে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর রাজ্যের শাসক দল তৃণমূল তথা তৃণমূল সরকারের প্রতি বেশ কিছু অভিযোগ করেছেন জে পি নাড্ডা। তিনি অভিযোগ করেছেন, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে, করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে যথেষ্ট রকম সহায়তা করেনি তৃণমূল সরকার। তিনি জানালেন, যতক্ষণ পর্যন্ত দেশের অবিজেপি রাজ্যেগুলিতে বিজেপি ক্ষমতায় না ফিরছে, ততক্ষণ দলের বৃদ্ধি সম্পন্ন হবে না। কেরল,অন্ধপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানায় ক্ষমতা দখল করতেই হবে বিজেপিকে।

গতকালের এই এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দলের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি করতে তিনিও একাধিক বক্তব্য রাখেন। পরিবারতন্ত্র নিয়ে নাম না করেও কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপি পরিবারের ওপর ভিত্তি করে তৈরি করা দল নয়। বিজেপি দলের তিনটি মন্ত্র রয়েছে, যা হল সেবা, সংকল্প, সমর্পণ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, কারণ এই দল সাধারণ মানুষের সঙ্গে সংযোগ গড়ে তুলেছে। একটি পরিবারকে কেন্দ্র করে বিজেপি আবর্তিত হয় নি।

এভাবেই দলের নেতা-কর্মীদের মনোবল বাড়াতে একের পর এক ভোকাল টনিক দিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। আগামী দিনে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। আবার ২০২৪ এর লোকসভা নির্বাচনে জয়লাভ করতে গেলে এই রাজ্যগুলোকে হাতে রাখা যে অত্যন্ত জরুরি, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে পশ্চিমবঙ্গে আশানুরূপ সাফল্য না আসায় যথেষ্টই ব্যাকফুটে চলে গেছে দল। দলের কর্মীরা যথেষ্ট রকম হতাশ। অনেকেই বসে পড়েছেন। এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি করা অত্যন্ত জরুরি ছিল। এবার সেই কাজটিই করলেন দলের শীর্ষ নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!