এখন পড়ছেন
হোম > রাজ্য > কড়া পদক্ষেপ শিক্ষা ব্যবস্থায় ! স্কুল শিক্ষক-শিক্ষিকাদের জন্য নয়া নির্দেশিকা জারি !

কড়া পদক্ষেপ শিক্ষা ব্যবস্থায় ! স্কুল শিক্ষক-শিক্ষিকাদের জন্য নয়া নির্দেশিকা জারি !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  গোটা রাজ্য জুড়ে ইস্কুলের শিক্ষকদের জন্য জারি হয়ছে নতুন নির্দেশিকা । এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির আমলে যে সমস্ত আচরণবিধি তৈরি হয়েছিল এবার তার সঙ্গে আবারও বেশকিছু  নিয়ম সংযোজন করে প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলোকে এই নির্দেশ দেয়া হয়েছে । বলা হয়ছে এবার থকে সকাল ১১টা বেজে ৫ মিনিটের পর স্কুলে পৌঁছলে শিক্ষকদের ‘অনুপস্থিত’ বলে ধরা হবে।
দশটা চল্লিশ থেকে পঞ্চাশ এর ভিতর শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে হবে , দশটা পঞ্চাশ এর পরে আসলে তা হাফ ডে  বলে গণ্য করা হবে ।  সেইসঙ্গে বলা হয়েছে যে এবার থেকে চারটে ত্রিশ মিনিটের আগে স্কুল থেকে কোন শিক্ষক শিক্ষিকা বের হতে পারবেন না।  ছাত্র-ছাত্রীদের জন্য  জানানো হয়েছে যে স্কুলের মধ্যে মোবাইল ব্যবহার সম্পূর্ণ  নিষিদ্ধ ।  শিক্ষকদের জন্য ক্লাস নেওয়ার সময় মোবাইল , হেডফোন ,ব্লুটুথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।  মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে 22 দফা আচরণবিধি জারী করা হয়েছে তাতে আরও জানানো হয়েছে যে আগের মতোই এখনো স্কুলের শিক্ষকরা টিউশনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না ।
এছাড়াও ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য জানানো হয়েছে তাদের ওপর শারীরিক বা মানসিক নির্যাতন কোনভাবেই করা যাবে না বলে কড়া নির্দেশিকা জারী করেছে পর্ষদ এবং সাধারণতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুলে উপস্থিত থাকা আবশ্যক শিক্ষকদের । সেইসাথে স্কুল ক্যাম্পাস সম্পূর্ণ মাদক মুক্ত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদ থেকে । সব মিলিয়ে  স্কুলে শিক্ষা ব্যবস্থাকে আরো সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদ মহল ।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!