এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহেই বিভিন্ন নিয়মে বড়সড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক! জেনে নিন বিস্তারিত

করোনা আবহেই বিভিন্ন নিয়মে বড়সড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানের করোনা পরিস্থিতি আমাদের জীবনের অনেক কিছুই বদলে দিয়েছে। প্রাক করোনা পর্বের সঙ্গে সাম্প্রতিক করোনা পর্বের অনেকটাই পার্থক্য দেখা দিচ্ছে। আর এই পরিবর্ত পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন বিষয়ে বেশকিছু পরিবর্তন নিয়ে এলো রিজার্ভ ব্যাঙ্ক!। দেশে করোনা সংক্রমণের এই আবহে সারাদেশের সমস্ত গ্রাহকদের কথা চিন্তা করে একাধিক ব্যাঙ্কিং ব্যবস্থার বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক। গোল্ডলন থেকে শুরু করে টাকা পয়সার লেন-দেন সহ মূল পাঁচটি বিষয়ে ব্যাপক বদল আনতে চলেছে আরবিআই।

স্বর্ণঋণ :- গোল্ড লোন বা ব্যাংকে সোনা জমা রেখে ঋণ পাবার ক্ষেত্রে এক বিরাট সুবিধা আনতে চলেছে আরবিআই। এতদিন পর্যন্ত বাজারের সোনার দামের ৭৫ % পর্যন্ত ঋণ পাওয়া যেত, এবার একলাফে তা বাড়িয়ে করে দেওয়া হলো সোনার দামের ৯০%। তবে এখন থেকে সোনার গুণমান বিচার করেই ঋণ দেবে সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি।

চেক পেমেন্ট :- চেক দেবার বা নেবার ক্ষেত্রে এবার বেশকিছু কড়া নিয়ম বিধি আনতে চলেছে আরবিআই। এখন থেকে ৫০ হাজার টাকার অধিক অর্থমূল্যের চেকের লেনদেনের ক্ষেত্রে বেশকিছু কড়া নিয়ম আসতে চলেছে। ৫০ হাজারের বেশি অর্থের চেক ব্যাংকে জমা দেবার সময় চেক দাতাকে চেক নম্বর, চেকের দুদিকের ছবি সহ বিভিন্ন তথ্য ব্যাংকে জানাতে হবে। এরপর চেক গ্রহীতা পূর্বে দেওয়া চেকদাতার তথ্যের সঙ্গে মিলিয়েই চেক থেকে টাকা তুলতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অফলাইন পেমেন্ট :- আরবিআই এবার একটি নতুন প্রযুক্তি আনতে চলেছে, যেখানে ইন্টারনেট ব্যবহার না করেই মোবাইলের সাহায্যে অর্থের লেনদেন করা সম্ভব হবে। দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বৃদ্ধির উদেশ্যে একটি পাইলট প্রোজেক্টকে অনুমতি দিল আরবিআই। এই পাইলট প্রোজেক্ট যদি সম্পূর্ণভাবে সফল হয় তবে ইন্টারনেট ব্যবহার না করেই ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে মোবাইলের দ্বারা পেমেন্ট করা সম্ভব হবে।

অনলাইন ডিসপুট রেগুলেশন :- করোনা পরিস্থিতিতে দেশে ক্রমাগত বাড়তে থাকা অনলাইন লেনদেনের কথা বিবেচনা করে আরবিআই দেশে আনতে চলেছে অনলাইন ডিসপুট রেগুলেশন বা ODR । এই ব্যবস্থার সুবিধাটি হলো, আগামীদিনে কোন ডিজিটাল লেনদেন যদি ফেল করে, বা কোন সমস্যার সম্মুখীন হয় তবে দ্রুত তার সমাধান করতে পারবে এই নতুন ব্যবস্থাটি।

স্টার্টআপ লোন :- আরবিআই এখন থেকে দেশের বিভিন্ন স্টার্ট আপ গুলিকে priority sector lending বা psl রূপে ঘোষণা করেছে। এর ফলে স্টার্ট আপ গুলি এখন থেকে এটি সহজেই তাদের প্রয়োজনীয় ঋণ পেতে পারবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!