এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কর্মী সম্মেলনের নামে ডিম ভাত খাওয়ানোর অভিযোগ, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিজেপি!

কর্মী সম্মেলনের নামে ডিম ভাত খাওয়ানোর অভিযোগ, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই একদল অপর দলের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ তুলেছে। মূলত নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর থেকেই সেভাবে কোনো রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা জনগণকে কোনো প্রতিশ্রুতি দিতে পারেন না। অথবা ভোটের ময়দানে তাদের খাওয়ানো থেকে শুরু করে টাকা দেওয়া, ইত্যাদি বিষয়ে যথেষ্ট বিধিনিষেধ রয়েছে।

আর পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা থেকে শুরু করে পৌরসভা, বিভিন্ন নির্বাচনের বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত দৃশ্য সামনে আসে। যা নিয়ে শাসক-বিরোধী দুই রাজনৈতিক দলের মধ্যে তরজার সৃষ্টি হতে দেখা যায়। আর এবার কাঁকসায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যেখানে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে এখন কমিশনের দ্বারস্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, এদিন তৃণমূলের কর্মী সম্মেলনের নামে ভোটারদের ডিম ভাত খাওয়ানোর অভিযোগ উঠেছে। যেখানে নিজের হাতে পরিবেশন করেছেন কাকসার তৃণমূল প্রার্থী নেপাল ঘোরুই। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে সামনে রেখে এখন তৃণমূলের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গ এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে এখন বিজেপির পক্ষ থেকে কমিশনে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করে দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই তারা এই কাজ করেছেন। বিজেপি এক্ষেত্রে মিথ্যে অভিযোগ করছে।

তবে পর্যবেক্ষকদের একাংশ বলছেন, নির্বাচনের মরসুমে এই ধরনের ঘটনা চলতেই থাকবে। হাতে আর মাত্র দু দিন বাকি। তারপরই প্রথম দফার নির্বাচন শুরু হয়ে যাবে রাজ্যে। আর তার আগে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করে ডিম ভাত খাওয়ানোর অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়ে বিজেপি তৃণমূলকে কতটা চাপে ফেলতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!