এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কর্মসংস্থান নিয়ে ফের নয়া বার্তা, মমতার বক্তব্যে শোরগোল রাজ্যে!

কর্মসংস্থান নিয়ে ফের নয়া বার্তা, মমতার বক্তব্যে শোরগোল রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কর্মসংস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে “সকলে সরকারি চাকরির আশা করবেন না, যা পাবেন তাই করবেন” এমন বক্তব্য রাখতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্যে যে চাকরির পরিবেশ নেই, তা বুঝিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

এরপরে সকলকে তেলেভাজা, চপ বিক্রি করে সংসার পরিচালিত করতে হবে বলে মুখ্যমন্ত্রী বক্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে শুরু করে বিরোধীরা। তবে বিরোধীদের সেই অভিযোগকে খন্ডন করে ফের কর্মসংস্থান নিয়ে নয়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যে কর্মসংস্থান অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়ে দিলেন তিনি‌। স্বাভাবিক ভাবেই তার এই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, আজ পানাগড়ে একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বাংলার কর্মসংস্থান যে আগের থেকে অনেকটাই উন্নতির পথে, তা জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “দেশে যখন কর্মসংস্থান সংকুচিত হয়েছে, সেখানে রাজ্যে 40 শতাংশ কর্মসংস্থান বেড়েছে। এমনকি করোনা পরিস্থিতিতে 40 শতাংশ দারিদ্র্যতাও কমেছে।” আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কর্মসংস্থান নিয়ে এক মন্তব্য করার পরে আজ তার আর এক মন্তব্যকে কেন্দ্র করে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বিরোধীদের পক্ষ থেকে বারবার রাজ্যের কর্মসংস্থান নিয়ে শাসক পক্ষকে কটাক্ষ করা হয়েছে। এমনকি সঠিকভাবে কর্মসংস্থানের পরিবেশ তৈরি না হওয়ার কারণে যে ছাত্র-যুবদের সিংহভাগ সমর্থন বিজেপির দিকে চলে গিয়েছে, তা উপলব্ধি করতে শুরু করেছে শাসক শিবির। আর এই পরিস্থিতিতে তৃতীয় বার ক্ষমতায় আসার পরেই রাজ্যে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে উদ্যত হবে তৃণমূল সরকার, এমনটাই মনে করা হয়েছিল।

কিন্তু তার পরেও সেই কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে নানা মহলে বিতর্কের সৃষ্টি হয়। তবে সেই বিতর্কের অবসান ঘটাতেই কি রাজ্যে কর্মসংস্থানের পরিবেশ আগের থেকে অনেক বেশি উন্নতির পথে, এই বক্তব্য তুলে ধরলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে চর্চা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!