এখন পড়ছেন
হোম > রাজনীতি > কর্মসংস্থানের খোঁজ করতে রাজ্যের নজর শিল্পের দিকে! দিশেহারা যুবসমাজ!

কর্মসংস্থানের খোঁজ করতে রাজ্যের নজর শিল্পের দিকে! দিশেহারা যুবসমাজ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃতীয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই কর্মসংস্থান এবং শিল্প স্থাপন যে তার প্রধান লক্ষ্য, তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যে শিল্প সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই ভাবে বড় মাপের কোনো শিল্পপতিরা রাজ্যে লগ্নি করেনি। শিল্প সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন দাবি করলেও, বাস্তবে তার প্রয়োগ দেখা যায়নি।

আর এই পরিস্থিতিতে একের পর এক ক্ষেত্রে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে যাওয়া রাজ্য প্রশাসন যথেষ্ট চাপের মুখে পড়ে গিয়েছে। তাদের একটাই লক্ষ্য, শিল্প স্থাপন। আর সেই শিল্প স্থাপনের পরই কর্মসংস্থানের অভাব মেটানো সম্ভব হবে বলে মনে করছে রাজ্য সরকার। স্বভাবতই সেভাবে শিল্প না আসায় কর্মসংস্থানের চাহিদা কিভাবে মেটানো যাবে, তা নিয়ে নবান্নে তৈরি হয়েছে সংশয়।

সূত্রের খবর, কিছুদিন আগেই রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর সেই মঞ্চ থেকেই বাংলায় বেকারত্ব কমে যাওয়ার দাবির পাশাপাশি প্রচুর শিল্প স্থাপন হবে বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও পর্যন্ত সেই ভাবে বড় কোনো শিল্পপতি রাজ্যে শিল্পে করার কথা জানাননি। যার জেরে রাজ্য সরকার যথেষ্ট চাপের মুখে পড়ে গিয়েছে। রাজ্যের টার্গেট, দ্রুত শিল্প স্থাপন করা। আর সেই শিল্প স্থাপন হলেই কর্মসংস্থান তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকার চরম চাপের মুখে পড়ে গিয়েছে। তারা আশা করেছিল, ব্যাপক লগ্নি আসবে। যার ফলে সৃষ্টি হবে কর্মসংস্থান। তবে সেই সমস্ত কিছু না হওয়ার কারণে রাজ্য যথেষ্ট চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!