এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহেও বড়সড় পদক্ষেপ তৃণমূলের ! ভোটের জন্য অঞ্চলভিত্তিক পর্যালোচনা সেরে ফেলল শাসকদল

করোনা আবহেও বড়সড় পদক্ষেপ তৃণমূলের ! ভোটের জন্য অঞ্চলভিত্তিক পর্যালোচনা সেরে ফেলল শাসকদল

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাসের কারণে রাজ্যের অনেক বিধানসভা উপনির্বাচন পর্যন্ত থমকে গিয়েছে। দীর্ঘদিন ধরেই ফালাকাটা বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী 6 মাস উত্তীর্ণ হলে নির্বাচন করানো বাধ্যতামূলক। তাই এবারে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। আর কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়ার পরেই এই কেন্দ্রটি দখল করার জন্য তৎপর হয়ে উঠল তৃণমূল কংগ্রেস। বর্তমানে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। সেভাবে কোনো রাজনৈতিক দল পথে নামতে পারছে না।

কিন্তু তা সত্ত্বেও বুথভিত্তিক সংগঠনের ওপর জোর দিয়ে এখন থেকেই ফালাকাটা বিধানসভায় ভালো ফল করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ল ঘাসফুল শিবির। সূত্রের খবর, চলতি মাসের 24 তারিখ থেকে ফালাকাটা বিধানসভার 13 টি অঞ্চলের অঞ্চল ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু হয়েছে। গত লোকসভা ভোটে বেশিরভাগ অঞ্চলেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। তাই এবারে লোকসভার ফলাফল পর্যালোচনা করে কিভাবে এখানে মানুষের মন জয় করে নিজেদের ভোটব্যাংকে শক্তিশালী করা যায়, তা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শাসক দলের নেতাদের কাছে।

ইতিমধ্যেই মলয় ঘটক থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন হেভিওয়েট মন্ত্রীরা ফালাকাটায় এসে দলের নেতাদের আরও বেশি করে পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন। কোনভাবেই গোষ্ঠী কোন্দল যে বরদাস্ত করা হবে না, তার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনকে চাঙ্গা করতে এখন থেকেই ময়দানে নামার বার্তা দিয়েছে রাজ্য নেতৃত্ব। আর কমিশনের পক্ষ থেকে ফালাকাটা বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার গুঞ্জনের খবর পেতেই অঞ্চলভিত্তিক পর্যালোচনা শুরু করে দিল ঘাসফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “ফালাকাটায় আমরা ঘর গুছিয়ে নিয়েছি। আমরা এখানকার বিধানসভা উপনির্বাচনে জিতব। অঞ্চলভিত্তিক দলীয় পর্যালোচনার রিপোর্ট রাজ্যে পাঠানো হচ্ছে। সেখানকার নির্দেশের অপেক্ষায় আছি।” বিশেষজ্ঞরা বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এই ফালাকাটা বিধানসভা উপনির্বাচন শাসক থেকে বিরোধী সকল রাজনৈতিক দলের কাছে এসিড টেস্ট হিসেবে পরিচিত হবে।

এই বিধানসভা উপনির্বাচনে কারা শেষ হাসি হাসে, তার দিকে লক্ষ্য রেখেই আগামী বিধানসভা নির্বাচনের সমীকরণ করতে শুরু করবে রাজনৈতিক মহল। তাই এখানে ভালো ফল করে ভবিষ্যতের মাটি মজবুত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর তাই বুথভিত্তিক সংগঠনের ওপর জোর দিয়ে বিজেপিকে কুপোকাত করতে উদ্যোগী হয়েছে তারা। কিন্তু গত লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপি এখানে অভাবনীয় ফলাফল করে শাসক দলকে মাস্টার স্ট্রোক দিয়েছে, তাতে গেরুয়া শিবিরের হাওয়াকে রুখে দিয়ে ঘাসফুল শিবির কতটা সাফল্য বজায় রাখতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!