এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা ও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবার করোনা আক্রান্ত, জেনে নিন

উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা ও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবার করোনা আক্রান্ত, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণকে কিছুতেই লাগাম পড়ানো যাচ্ছে না। সম্প্রতি পশ্চিমবঙ্গের মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬০ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ হাজার অতিক্রম করেছে। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যাও ৩ হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছে। পশ্চিমবঙ্গের রাজনীতিমহলে করোনা তার বিরাট থাবা বিস্তার করেছে। শাসক দল ও বিরোধী দলের বেশ কিছু রাজনীতিবিদ ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে অনেকেই করোনা মুক্ত হয়ে বিচরণ করেছেন রাজনীতিক্ষেত্রে। তবে কয়েক জনের মৃত্যুও ঘটেছে করোনায়। সম্প্রতি করোনা আক্রান্ত হবার খবর এলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ শাসকদল তৃণমূলের একজন দাপুটে নেতা হিসেবে যথেষ্ট পরিচিত আছেন। দীর্ঘ সময় থেকে তিনি শাসক দলের শাসকদল তৃণমূলের একজন লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন। এ রাজ্যে বাম শাসনকালে যেসব তৃণমূল নেতা সম্মুখে থেকে বাম শাসনকে মোকাবিলা করেছিলেন, তাঁদের মধ্যে একজন হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল দলের একেবারে উদ্ভব কাল থেকে তিনি কোচবিহারে তৃণমূল জেলা সহ-সভাপতি রূপে কাজ করেছেন। রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে মন্ত্রী করা হয়। তবে গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূল দলের পরাজয়ের পর, তাঁকে জেলা সভাপতির পদ থেকে অপসারিত করা হয়। সম্প্রতি তিনি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হিসেবে কার্য্য পরিচালনা করছেন।

সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রায় ৭০ এর কোঠায় এসে পৌঁছেছেন। তাই এই বয়সে তাঁর শরীরে করোনার সংক্রমণ কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে শাসকদল তৃণমূলে। সূত্রের খবর, তাঁর করোনার রিপোর্ট পসিটিভ মেলায় তাঁকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শরীরে করোনার কি কি উপসর্গ রয়েছে সে বিষয়ে এখনও কিছু স্পষ্টভাবে জানা যায়নি।

সম্প্রতি করোনা সংক্রামিত হয়ে শাসক দল তৃণমূলের ৩ জন বিধায়ক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। সে কারণেই বর্ষীয়ান এই মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!