এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে আপনার শরীরে কি ঘাটতি এই ভিটামিনের? পড়তে পারেন মহাবিপদে! জেনে নিন বিস্তারিত

করোনা আবহে আপনার শরীরে কি ঘাটতি এই ভিটামিনের? পড়তে পারেন মহাবিপদে! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস বারবার নিজের জিনগত মিউটেশন ঘটিয়েই চলেছে। এ কারণেই বারবার এর বৈশিষ্টগত পরিবর্তন দেখা দিচ্ছে। আর সেকারণেই বিলম্বিত হচ্ছে এর উপযুক্ত প্রতিষেধক আবিষ্কার। বিজ্ঞানীরা ও গবেষকেরা প্রতিনিয়ত এই ভাইরাস সম্পর্কে গবেষণা করে চলেছেন। আর এর গবেষণায় প্রতিদিন বিজ্ঞানীদের সামনে উঠে আসছে নিত্য নতুন তথ্য। অতি সম্প্রতি ইজরায়েলের একদল গবেষক তাঁদের গবেষণায় জানতে পেরেছেন যে, রক্তে ভিটামিন- ডি এর পরিমান কম থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

ভিটামিন- ডি হলো এমন একটি হরমোন যা সূর্যের আলোর উপস্থিতিতে আমাদের ত্বকে উৎপাদিত হয়। এই ভিটামিন আমাদের শরীরের হাড়, দাঁত ও পেশি সুস্থ রাখতে সহায়তা করে। ইজরায়েলের গবেষকরা বলেছেন, “আমরা করোনা ভাইরাস রোগের সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির সম্ভাবনা নিয়ে লো প্লাজমা ভিটামিন ডি স্তরের সংস্থাগুলি মূল্যায়ন করতে চেয়েছিলাম।” এফইবিএস জার্নালে প্রকাশিত তাঁদের এই সমীক্ষার রিপোর্ট থেকে জানা গেছে যে, গবেষকেরা ৭০৮৭ জন মানুষের রক্তে করোনা ও ভিটামিন- ডি সংক্রান্ত পরীক্ষা – নিরীক্ষা চালিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের গবেষণায় উঠে এসেছে, রক্তে ভিটামিন-ডি এর পরিমান কম থাকলে করোনায় আক্রান্ত হবার আশঙ্কা বেড়ে যায়। তাঁদের গবেষণায় দেখা গেছে, মোট ৭৮০৭ জন রোগীর মধ্যে মোট ১০.০১ % অর্থাৎ, ৭৮২ জনের রিপোর্ট করোনা পসিটিভ এসেছে, বাকি ৮৯.৯ % অর্থাৎ ৭০২৫ জন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে। গবেষকেরা আরো জানিয়েছেন যে, করোনা পসিটিভ রোগীদের রক্তরসে ভিটামিন-ডি এর পরিমান করোনা নেগেটিভ রোগীদের রক্তরসে উপস্থিত ভিটামিন-ডি এর পরিমানের তুলনায় অনেকটা কম ছিল।

গবেষকেরা জানিয়েছেন, তাঁদের এই সমীক্ষায় যারা যোগদান করেছেন , তাঁরা সকলেই অল্প বয়স্ক পুরুষ। গবেষকেরা জানিয়েছেন, “বিশ্লেষণে উঠে এসেছে, বয়স ৫০, পুরুষ এবং নিম্ন–মধ্য সামাজিক অর্থনৈতিক অবস্থা যাঁদের তাঁদেরও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। ৫০ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁরা এই সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন।” গবেষকেরা আরো জানিয়েছেন যে, অবিচ্ছিন্ন বিশ্লেষণ কম পরিমানে প্লাজমা স্তরে সযোগ ঘটায়, এবং সার্স-২, কভি-২ ভাইরাসের যুথবদ্ধতার কারণে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ঘটে ও যা হাসপাতালে ভর্তির সম্ভাবনা বৃদ্ধি করে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!