এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কথা রেখে কল্পতরু, নাকি ভোট ব্যাংক, জঙ্গলমহলে ঢেলে দিলেন মমতা!

কথা রেখে কল্পতরু, নাকি ভোট ব্যাংক, জঙ্গলমহলে ঢেলে দিলেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা সংক্রমনের কারণে দীর্ঘ ছয় মাস যাবত মুখ্যমন্ত্রী কোন জেলা সফর করতে পারেননি। অবশেষে গত মাসের শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী প্রথম উত্তরবঙ্গ সফর করেছিলেন। এরপর মুখ্যমন্ত্রী জঙ্গলমহল সফরের সিদ্ধান্ত নেন। গতকাল মঙ্গলবার জঙ্গলমহল সফরে পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী।

গতকাল পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অনুরূপ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরেও। তাই এবার সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, হাতির হামলায় নিহতের পরিবারকে আর্থিক সাহায্য দান করা হবে। সেইসঙ্গে সেই পরিবারের কোনো একজন সদস্যকে হোম গার্ড পদে চাকরি দেয়া হবে। এর সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, মাওবাদী আক্রমণে মৃত, অথবা ১০ বছর ধরে নিখোঁজের পরিবারের একজন সদস্যকে চাকরি অথবা ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। এই ঘোষণার পরই গতকাল মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির হামলায় মৃত এক ব্যক্তির পরিবারের এক সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ বুধবার ঝাড়গ্রামে ছিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। যেখানে গতকালের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা মঞ্চ থেকে মাওবাদী আক্রমণে নিহত ও নিখোঁজ ৪ ব্যাক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র ও অর্থ তুলে দেয়া হলো সরকারের পক্ষ থেকে। সেইসঙ্গে হাতির হানায় মৃত এই জেলার এক ব্যক্তির পরিবারের একজন সদস্যকে দেয়া হলো চাকরির নিয়োগপত্র। মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি পূরণে যথেষ্ট আনন্দিত বিপন্ন পরিবারগুলি।

অন্যদিকে গতকাল পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, রাজ্যের মোট ৫০০০ জুনিয়র কনস্টেবলের পদোন্নতি ঘটানো হবে, তাঁরা কনস্টেবল পদের মর্যাদা লাভ করবেন। কালকের প্রতিশ্রুতি মতো আজ মুখ্যমন্ত্রী একজন জুনিয়র কনস্টেবলের হাতে তুলে দিলেন পদন্নতির পত্র। এর সঙ্গে সঙ্গেই আজ বুধবার সাঁওতাল একাডেমির জন্য ১ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্থানীয় তিনটি মন্দিরের সংস্কারের জন্যও অর্থ বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!