এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোথা থেকে পাওয়া যাবে লক্ষীর ভান্ডারের বিপুল অর্থ? ঘুম উড়েছে অর্থ দপ্তরের

কোথা থেকে পাওয়া যাবে লক্ষীর ভান্ডারের বিপুল অর্থ? ঘুম উড়েছে অর্থ দপ্তরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের পূর্বে লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জয়লাভের পর প্রতিশ্রুতি পালন করেছে সরকার। এবার এই প্রকল্প নিয়ে আবার বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার ফলে প্রকল্পে নাম নথিভুক্তির জন্য ভিড় বাড়তে শুরু করেছে। বাড়তে শুরু করেছে এর প্রাপকের সংখ্যা। ফলে বাড়তে চলেছে বাজেট। এর অর্থ জোগাড় করতে কপালে ভাঁজ অর্থ দপ্তরের আধিকারিকদের।

প্রথমে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, স্বাস্থ্য সাথীর কার্ড থাকলে পরিবারের একজন মহিলাকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, স্বাস্থ্যসাথির কার্ড যদি বাড়ির একজন মহিলার থাকে, তাহলেও পরিবারের অন্যান্য মহিলাদের এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর দ্রুত সংখ্যা বাড়তে শুরু করেছে প্রাপকদের। ১ কোটি ৬০ লক্ষ থেকে বেড়ে যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লক্ষ। তাই প্রকল্পের খরচও এবার বাড়াতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমে এই প্রকল্পের বাজেট ধরা হয়েছিল ১১ হাজার কোটি টাকা বছরে। কিন্তু এবার দেখা যাচ্ছে এই প্রকল্পের বাজেট চলে যেতে পারে ১৭ থেকে ১৮ হাজার কোটি টাকায়। একটি পরিবারের একাধিক মহিলাকে প্রকল্পের আওতাভুক্ত করার জন্য প্রকল্পের খরচ বহুগুণ বেড়ে যাবে বলে, মনে করছেন অর্থ দপ্তরের আধিকারিকেরা। এই বাড়তি অর্থ আসবে কোথা থেকে? সে বিষয় নিয়ে চিন্তায় ঘুম উড়ছে আধিকারিকদের।

এই সমস্যার সমাধানে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের খরচ কমাবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু শুধু তা করেই এই বিপুল অর্থের সংস্থান করা কার্যত অসম্ভব বলেই, মনে করছেন অনেকে। এদিকে আগামী ১৬ ই সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রয়োজন হলে এর সময় আরো বাড়ানো হবে। এই সময়ের মধ্যে ব্যাপক সংখ্যায় মহিলারা যদি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেন, তবে খরচ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। সবকিছু নিয়েই দুশ্চিন্তা বাড়ছে অর্থ দপ্তরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!