এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোথা থেকে টাকা আসছে সরকারের এই প্রকল্পে? জবাব তলব করে বিস্ফোরক রাজ্যপাল

কোথা থেকে টাকা আসছে সরকারের এই প্রকল্পে? জবাব তলব করে বিস্ফোরক রাজ্যপাল


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিল মা কিচেন। এবার এই মা কিচেনকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি জানতে চেয়েছেন, এর অর্থ কোথা থেকে আসছে। তাঁর অভিযোগ এই প্রকল্প চালু রাখতে রাজ্য সরকার যে তহবিল গঠন করেছে, তা সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মা কিচেন প্রকল্পে বরাদ্দ টাকা কোথা থেকে আসছে? এই প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে? এই সমস্ত তথ্য জানতে চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল জানিয়েছেন ৩১সে মার্চ পর্যন্ত এই প্রকল্পে রাজ্য সরকার কত খরচ করেছে? সেই তথ্য দিতে হবে। এই খরচের মূল উৎস কি? এই অর্থ অনুমোদন কে দিয়েছে? তা জানতে চেয়েছেন রাজ্যপাল। অর্থ দপ্তরের প্রধান সচিবকে এক সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্যপাল আরও জানিয়েছেন, দেড় মাস ধরে এই প্রকল্প চলেছে। এই প্রকল্পের জন্য কোন নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হয়নি। তাই রাজ্যপাল জানতে চেয়েছেন, এর জন্য কত টাকা খরচ করা হয়েছিল? সেই খরচের অনুমতি কে দিয়েছিলেন? আর কোন উৎস থেকে এই টাকার যোগান দেয়া হয়েছিল?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!