কোথায় আজ বৃষ্টি হবে, কতোটা উঠবে তাপমাত্রা ? জেনে নিন অন্যান্য আবহাওয়া September 22, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ২২শে সেপ্টেম্বর, ২০২০, দিন শুরু কারার আগে জেনে নিন আজকের আবহাওয়া কেমন যাবে। আবহাওয়া অফিস থেকে জানা গেছে আজ দিনের বেলায় কলকাতায় তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পর্যন্ত উঠবে। রাতে তাপমাত্রা ২৭°সেলসিয়াস পর্যন্ত নামবে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আসুন, জেনে নিই কলকাতা ছাড়া আরও অন্যান্য কয়েকটি শহরের আবহাওয়া কেমন যাবে আজ। ১. খড়গপুর — তাপমাত্রা দিনে ৩৪° এবং রাতে নামবে ২৭°সেলসিয়াসে। বৃষ্টিপাতের সম্ভাবনা। ২. শিলিগুড়ি —তাপমাত্রা সারাদিন ৩৩° থেকে ২৬° সেলসিয়াসের মধ্যেই থাকবে৷ আকাশ মেঘলা থাকবে । ৩. দুর্গাপুর — দিনের বেলা তাপমাত্রা ৩৪° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতে ২৭° তে নামবে। বৃষ্টির সম্ভাবনা। ৪. কৃষ্ণনগর — সারাদিন তাপমাত্রা ৩৩° থেকে ২৭°সেলসিয়াসের মধ্যে থাকবে৷ বৃষ্টির সম্ভাবনা। ৫. কাঁথি — তাপমাত্রা সর্বোচ্চ উঠবে ৩৩°সেলসিয়াস আর রাতে নামবে ২৭° সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ৬. মেদিনীপুর টাউন — তাপমাত্রা সর্বোচ্চ উঠবে ৩৩°সেলসিয়াস আর রাতে নামবে ২৭° সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা নেই। ৭. ঝাড়গ্রাম —দিনের বেলা তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতে ২৬° তে নামবে। বৃষ্টিপাতের সম্ভাবণা । ৮. ডায়মন্ড হারবার — সারাদিন তাপমাত্রা ৩৩° থেকে ২৭°সেলসিয়াসের মধ্যে থাকবে৷ বৃষ্টিপাতের সম্ভাবনা। ৯. দার্জিলিং — তাপমাত্রা দিনের বেলায় সর্বোচ্চ উঠবে ২১° সেলসিয়াস। রাতে তাপমাত্রা নেমে আসবে ১৬° সেলসিয়াসে। রোদ ঝলমলে আকাশ থাকবে। ১০. মালদা —দিনের বেলা তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতে ২৬° তে নামবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ১১. বহরমপুর —তাপমাত্রা সর্বোচ্চ উঠবে ৩৩°সেলসিয়াস আর রাতে নামবে ২৬° সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১২. কাকদ্বীপ —– -তাপমাত্রা সর্বোচ্চ উঠবে ৩৪°সেলসিয়াস আর রাতে নামবে ২৭° সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ১৩. উলুবেড়িয়া —দিনের বেলা তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতে ২৭° তে নামবে। বৃষ্টিপাতের সম্ভাবনা। ১৪. রায়গঞ্জ —সারাদিন তাপমাত্রা ৩৩° থেকে ২৭°সেলসিয়াসের মধ্যে থাকবে৷ আকাশ মেঘলা থাকবে। ১৫. আলিপুরদুয়ার —তাপমাত্রা সর্বোচ্চ উঠবে ৩৩°সেলসিয়াস আর রাতে নামবে ২৭° সেলসিয়াস পর্যন্ত। সারাদিন আকাশ মেঘলা থাকবে। ১৬. বোলপুর —দিনের বেলা তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতে ২৬° তে নামবে। আকাশ মেঘলা থাকবে। ১৭. পুরুলিয়া —সারাদিন তাপমাত্রা ৩৪° থেকে ২৭°সেলসিয়াসের মধ্যে থাকবে৷ আকাশ পরিষ্কার থাকবে। ১৮. কুচবিহার –তাপমাত্রা সর্বোচ্চ উঠবে ৩৩°সেলসিয়াস আর রাতে নামবে ২৭ ° সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ১৯. দীঘা — তাপমাত্রা সর্বোচ্চ উঠবে ৩৩°সেলসিয়াস আর রাতে নামবে ২৭° সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ২০. বর্ধমান —-দিনের বেলা তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতে ২৬° তে নামবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আপনার মতামত জানান -