এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কোথাও অক্সিজেনের অভাব, কোথাও বেডের অভাব! স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা রাজ্য জুড়ে

কোথাও অক্সিজেনের অভাব, কোথাও বেডের অভাব! স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা রাজ্য জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে রাজ্যজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার চিত্র বারবার প্রকাশ্যে চলে আসছে। কোথাও হাসপাতালে বেড না পেয়ে বিনা চিকিৎসায় মৃত্যু ঘটছে করোনা আক্রান্তের, কোথাও অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন করোনা আক্রান্ত, কোথাও বা সৎকারের অভাবে ঘন্টার পর ঘন্টা ধরে পড়ে থাকছে মৃতদেহ। যা থেকে ছড়াচ্ছে আতঙ্ক।

বিনা চিকিৎসায় মৃত্যু হল আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে এসে এক রোগীর। অভিযোগ উঠেছে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে এম্বুলেন্সে দীর্ঘসময় পড়েছিলেন এই রোগী। প্রচন্ড শ্বাসকষ্ট হলেও তার কোনো রকম চিকিৎসা করেনি হাসপাতাল। রোগীর পরিবার অভিযোগ করেছে, প্রচন্ড শ্বাস কষ্টের পরেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় নি। হাসপাতালের বাইরেই প্রাণ হারালেন তিনি।

এদিকে হাসপাতালে বেড না পেয়ে জলপাইগুড়িতে মৃত্যু হল করোনা আক্রান্ত এক রোগীর। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বারবার ঘুরেও হাসপাতালের বেড পায়নি আক্রান্তের পরিবার। শেষ পর্যন্ত গতকাল রাত দেড়টায় এই রোগীর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, মৃতদেহ সৎকারের ব্যাপারেও কোন রকম সহযোগিতা করেনি পুলিশ ও প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের সঙ্গে দীর্ঘক্ষন ধরে ফেলে রাখা হলো এক মৃতদেহকে। অক্সিজেনের অভাবে এই রোগীর মৃত্যু ঘটেছে, এমনটাই অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, অক্সিজেন এর কোন অভাব এখানে নেই, তবে অভাব রয়েছে অক্সিজেন সিলিন্ডারের।

আবার হাওড়ার ষষ্ঠীতলায় করোনা আক্রান্ত হয়ে গোপাল চক্রবর্তী নামে এক ব্যক্তির মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, তাঁর মৃত্যুর ১০ ঘণ্টা পরও তাঁর মৃতদেহ সৎকার করেনি প্রশাসন। ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা সম্পর্কে চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানালেন, চিকিৎসা ব্যবস্থার যে ছবি ফুটে উঠেছে তা অসহনীয়। বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে, মৃতদেহ পড়ে রয়েছে বাড়িতে।

এ অবস্থা সুশীল সমাজ কখনই মেনে নিতে পারেনা। প্রশাসনকে দৃঢ়তার সঙ্গে কাজ করা প্রয়োজন। না হলে যে চিত্র ফুটে উঠেছে, তা অত্যন্ত ভয়ঙ্কর ও মর্মান্তিক। একজন নাগরিক হিসেবে যা কখনই মেনে নেওয়া যায় না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক অর্চনা মজুমদার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!