এখন পড়ছেন
হোম > জাতীয় > কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে সিজিএসটির হাতে গ্রেপ্তার হলেন প্রভাবশালী! পরে গেল শোরগোল

কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে সিজিএসটির হাতে গ্রেপ্তার হলেন প্রভাবশালী! পরে গেল শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি কর ফাঁকির অভিযোগে গ্রেফতার হলেন আইআইপিএম-এর ডিরেক্টর অরিন্দম চৌধুরী। টিভির সৌজন্যে একসময় এই ব্যাক্তিটি যথেষ্ট পরিচিত ছিলেন সাধারণ মানুষের কাছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেনটের আইআইপিএম থিঙ্ক ট্যাঙ্কের তিনি পরিচালক ছিলেন। তাঁর বাবা মালয়েন্দ্র কিশোর চৌধুরী ১৯৭৩ সালে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন।

২০০৪ সালে তাঁকে ভারত সরকার পরিকল্পনা কমিশনের পরামর্শকদের যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির একজন সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছিল। সামাজিক এবং কৃষি ক্ষেত্র সংক্রান্ত বিভিন্ন পরামর্শ তিনি ভারত সরকারের এই পরিকল্পনা গুলিতে প্রদান করে থাকতেন। ১৯৯২ সালে তাঁর বাবার তৈরি আইআইপিএম থেকে স্নাতক ডিপ্লোমা করলে পরবর্তীকালে তিনি এই প্রতিষ্ঠানের ডিন হিসেবে সন্মানীয় পদ লাভ করেন। তিনি চৌধুরী পরিকল্পনা ও বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা। ২০১১ সালে তিনি আইআই সুপার সিরিজের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি মালিক হয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে এই অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ২৩ কোটি টাকার কেন্দ্রীয় মূল্যযুক্ত কর ফাঁকি দিয়েছেন। শুধু অরিন্দমই নন, ওই সংস্থার ডিরেক্টর গুরুদাস মালিক ঠাকুরকেও গ্রেফতার করা হয়েছে। অর্থ আইনের ৮৯ ধারায় শুক্রবার দক্ষিণ দিল্লির পণ্য ও পরিষেবা কর কমিশনারেট তাদের বিরুদ্ধে অভিযোগ আনে। এরপর পটিয়ালা হাউসকোর্টের ম্যাজিস্ট্রেট জ্যোতি তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতেরও নির্দেশ দিয়েছেন।

শুধু কর ফাঁকি দেওয়া নয়, তাঁর বিরুদ্ধে পড়ুয়াদের ভুয়ো এমবিএ ডিগ্রি দেওয়ার অভিযোগ এর আগেও উঠেছিল। তার জেরে ২০১৫ সাল থেকে আইআইপিএম প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। ২০১৬-র একটি মামলায় জাল ডাক্তারি সার্টিফিকেট জমা দেওয়ার অপরাধে তাঁকে কিছুদিন আগে গ্রেফতারও করা হয়। পরে অবশ্য তিনি যদিও জামিনে মুক্তি পেয়ে যান। তবে এরপর তিনি কি করেন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!