এখন পড়ছেন
হোম > জাতীয় > কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের ইঙ্গিত, তিন হেভিওয়েটের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় সংস্থার!

কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের ইঙ্গিত, তিন হেভিওয়েটের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় সংস্থার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   দীর্ঘদিন ধরেই তাদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে গোটা দেশজুড়ে‌। নিরব মোদী, মেহুল চোকসি এবং বিজয় মালিয়া ঋণ খেলাপির দায়ে চলে গিয়েছেন দেশের বাইরে। যার ফলে কেন্দ্রের মোদী সরকারের দিকে আঙ্গুল তুলতে শুরু করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। সংসদের ভেতরে এবং বাইরে কেন এই তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল বিরোধীদের। স্বাভাবিক ভাবেই চাপ ক্রমশ বাড়ছে কেন্দ্রের বিজেপি সরকারের। তবে অবশেষে ঋণ খেলাপির দায়ে পালিয়ে বেড়ানো অভিযুক্তদের বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্থানান্তরিত করা হল। যার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, 22 হাজার 585.86 কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা শোধ না করেই বিদেশে চলে গিয়েছিলেন মেহুল চোকসি, নীরব মোদী এবং বিজয় মালিয়া। আর তারপর থেকেই তাদের নিয়ে বিতর্ক তৈরি হয়। আর এবার ইডির পক্ষ থেকে নেওয়া হল পদক্ষেপ। যেখানে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পাশাপাশি এই তিন হেভিওয়েট ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও খবর। বলা বাহুল্য, ইতিমধ্যেই বিদেশে থাকা এই তিন ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে আনার জন্য একটি আবেদন করা হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে বিতর্ক চলা এই তিন ব্যবসায়ীকে নিয়ে এবার দাড়ি টানতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই তাদের 9 হাজার 371 কোটি টাকা মূল্যের সম্পত্তি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া হল।

অনেকে বলছেন, ঋণখেলাপি করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য এই তিন ব্যবসায়ীকে নিয়ে মাঝেমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। কেন কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে নমনীয় মনোভাব পোষণ করছে, তা নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তোলা হয়েছে প্রশ্ন। এক্ষেত্রে নোটবন্দির কথা তুলে ধরে দেশের টাকা অপচয় করে যারা পালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কেন্দ্র কি ব্যবস্থা নিচ্ছে, তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

যার ফলে যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়ে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপের ফলে কিছুটা হলেও আশার আলো দেখা দিতে শুরু করল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ঋণখেলাপি করে বিদেশে পালিয়ে যাওয়া তিন ব্যবসায়ীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!