এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কতদিন থাকবে করোনা ভাইরাসের দাপট? জানালেন হেভিওয়েট তৃণমূল নেতা

কতদিন থাকবে করোনা ভাইরাসের দাপট? জানালেন হেভিওয়েট তৃণমূল নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে এই মুহূর্তে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। রাজ্যে প্রায় প্রতিদিন রেকর্ড হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। রাজ্যের মানুষ এমনিতেই আতঙ্কিত বর্তমান পরিস্থিতি নিয়ে। আর সেই অবস্থাকে উসকে দিয়ে এবার বিতর্ক সৃষ্টি করলেন রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেতা। বরাবরই তৃণমূলের অনুব্রত মণ্ডল বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত। কিন্তু এবার সাধারণ মানুষের আতঙ্ককে বাড়িয়ে দিয়ে তিনি যেভাবে করোনা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তা এযাবৎ সমস্ত বিতর্ককে পেছনে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে অনুব্রত মন্ডলের মন্তব্য ঘিরে এই মুহূর্তে শুরু হয়েছে তুমুল জলঘোলা।

অন্যদিকে এদিন অনুব্রত মণ্ডল তাঁর করোনা বক্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন রাজ্য সরকারের বিনামূল্যে রেশন দেওয়ার বিষয়টিও। আর এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের দলীয় স্তরেও বলে জানা যাচ্ছে। সম্প্রতি বীরভূমের লাভপুরে তৃণমূলের পক্ষ থেকে একটি বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ছাড়াও জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল, লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য মান্নান হোসেন সহ দলের অন্যান্য নেতা এবং কর্মীরা।

এবং এই সভাতেই করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আলোচনা করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, আগামী এক বছর করোনা ভাইরাস থাকবে। আর সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এক বছরের জন্য রাজ্যবাসীর রেশন ফ্রি করে দিয়েছেন। আর তারপরেই বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মন্তব্য ঘিরে রীতিমতো সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মন্তব্য রাজ্যবাসীকে আরও কয়েকগুণ আতঙ্কের মধ্যে ঠেলে দেবে। তাই এই ধরনের মন্তব্য করার আগে একজন জনপ্রতিনিধির পুরো ব্যাপারটি মাথায় রাখা উচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই বৈঠকে অনুব্রত মণ্ডল কর্মীদের উদ্দেশ্যে দুর্নীতি নিয়ে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি প্রত্যেককে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার নির্দেশ দেন। এর আগেও করোনা প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। এমনকি দেশে করোনার বাড়বাড়ন্ত হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দায়ী করেছেন। উপরন্ত তাঁর সাথে আতিথেয়তার দায় চেপেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরেও। আর এবার সাধারণ মানুষের আতঙ্ককে আরো বাড়িয়ে দিয়ে যেভাবে করোনার সময়সীমা বেঁধে দিলেন তৃণমূল নেতা, তাতে রাজ্য জুড়ে বিতর্ক আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে তাঁর বিতর্কিত মন্তব্যের সঙ্গে যেভাবে তিনি বিনামূল্যে দেওয়ার বিষয়টি জুড়ে দিয়েছেন, তাতে শাসক দল যে চরম অস্বস্তিতে পড়ল সে কথা নিঃসন্দেহে বলা যায় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে শাসক শিবিরের প্রচারের ক্ষেত্রে যদি এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন কোন নেতা, তা দলের ক্ষেত্রে যথেষ্ট বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধী দল যে আরো জোরদারভাবে শাসকদলের বিরুদ্ধে নামতে চলেছে, সে কথা এক বাক্যে মেনে নিচ্ছে সবাই। আপাতত অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের পরে ড্যামেজ কন্ট্রোল করতে দলীয় নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই এখন লক্ষ্য সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!