এখন পড়ছেন
হোম > অন্যান্য > কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যশ? কেমন তার গতি প্রকৃতি? জানুন বিস্তারিত

কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যশ? কেমন তার গতি প্রকৃতি? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর এরকম সময়েই রাজ্যকে একেবারে তছনছ করে দিয়েছিল আমফান ঝড়। ভিটেমাটি, সহায়-সম্বল হারিয়ে বিপর্যস্ত হয়েছিলেন বহু মানুষ। এবছর আবার ঘূর্ণিঝড়ের আশংকাতে প্রহর গুনছেন রাজ্যবাসী। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবার আশঙ্কা আছে, তীব্র ভাবে আছড়ে পড়তে পারে যা বাংলার উপরে। ঘূর্ণিঝড় যশ আর দু-তিন দিনের মধ্যেই আচড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে, এমন আশঙ্কার কথা জানাচ্ছেন বহু আবহাওয়াবিদ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, যশের প্রভাবে আগামী ২৫ সে মে থেকে শুরু হবে বৃষ্টি, পরদিন দেখা দেবে ভয়াবহ বৃষ্টি, শুরু হবে ঝড়। সেদিন থেকেই শুরু হতে পারে ঝড়, ৭০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে ঝড়। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে উড়িষ্যার উপকূলেও আছড়ে পড়তে পারে যশ। তবে আশার কথা একটাই, এখনো আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন যে, আমফানের তুলনায় যশের ক্ষয়ক্ষতি কিছুটা কম হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ সে মের পর থেকেই নিম্নচাপ ক্রমশ সাইক্লোনের চেহারা নিতে আরম্ভ করবে। এর প্রভাব ২৭ সে মে পর্যন্ত থাকতে পারে, হতে পারে প্রচুর বৃষ্টিপাত সারা বাংলা জুড়ে। এদিকে আগামী কাল সন্ধ্যের পর থেকে ঝড়ো হাওয়া শুরু হতে পারে উপকূল ভাগে। আগামী বুধবার রয়েছে ঝড়ের আশঙ্কা।

তবে, দুদিন বাদে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকলেও, আজ তাপ প্রবাহ চলতে পারে সারা বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা আজ নেই বললেই চলে। তাপমাত্রা আরও বাড়তে থাকবে। তবে, উত্তরবঙ্গতে সন্ধ্যের পর সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। কাল থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যাবে।

কাল সন্ধ্যার পর থেকে উপকূলে শুরু হবে ঝড়ো হাওয়া। যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। এ কারণে উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও পর্যটকদের আগাম সতর্ক করেছে প্রশাসন। সমুদ্র তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন, তাদের অন্যত্র নিয়ে যাবার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!