এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কতটা সফল মুখ্যমন্ত্রীর দিল্লি সফর? কতটা সার্থক বিরোধী মঞ্চ গঠনের কাজ? বক্তব্য রাখলেন শুভেন্দু

কতটা সফল মুখ্যমন্ত্রীর দিল্লি সফর? কতটা সার্থক বিরোধী মঞ্চ গঠনের কাজ? বক্তব্য রাখলেন শুভেন্দু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একুশে জুলাই এর মঞ্চ থেকে বিজেপি বিরোধী সমস্ত শক্তিগুলিকে এক ছাতার তলে আসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার উদ্দেশ্যে দিল্লি যাত্রা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরকে প্রবল কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, রাজ্যের একাধিক সমস্যা যখন রয়েছে, তখন অকারণে তাড়াহুড়ো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনের জন্য। মুখ্যমন্ত্রী আগে রাজ্যের সমস্যাগুলোর সমাধান করুন। লোকসভা ভোটের এখনও ৩,৪ বছর দেরি আছে। তিনি জানান, একটা সময় কলকাতায় দাঁড়িয়ে ইউনাইটেড ইন্ডিয়ার ডাক দেয়া হয়েছিল। তার পরিণতি কি হয়েছিল? তা সকলেই জানেন। তিনি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু ভারতের নেতা নন, তিনি হলেন বিশ্বের নেতা, তিনি সর্বশক্তিমান।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, ২০১৯ সালে ইউনাইটেড ইন্ডিয়া মঞ্চ তৈরি করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি জোট বেঁধেছিল। সে সময় কলকাতায় তৃণমূল নেত্রীর আহবানে ফারুক আব্দুল্লাহ, বদরুদ্দিন আজমল, শারদ পাওয়ার, অখিলেশ যাদব, মল্লিকার্জুন খার্গে, এম কে স্তালিন, হেমন্ত সোরেণের মত অনেকেই উপস্থিত হয়েছিলেন। রাজ্যে যখন করোনা সহ একাধিক সমস্যা রয়েছে, তখন অকারণে তাড়াহুড়ো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে তিনি রাজ্যের সমস্যার সমাধান করুন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই তিনি জানালেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ভারতের নন, তিনি হলেন গোটা বিশ্বের নেতা। তাঁকে সর্বশক্তিমান বলেও সম্বোধন করলেন তিনি। আবার, প্রবল বৃষ্টিতে কলকাতা ও শহরতলীর রাস্তায় জল জমা প্রসঙ্গে তিনি জানালেন যে, ইয়াস পরবর্তীকালে সকলে বলেছিলেন দুয়ারে গঙ্গা, আর এই পরিস্থিতিতে সকলে হয়তো বলছেন দুয়ারে নর্দমার জল। তিনি কটাক্ষ করলেন, লক্ষীর ভান্ডার প্রকল্প শুরু হবার আগেই একটা নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাহলে সকলেই দেখুন যে, কেমন সরকারকে নির্বাচনে জিতিয়ে আনা হয়েছে।

আবার উপনির্বাচন সম্পর্কে তিনি জানালেন যে, রাজ্যে এখনও উপ নির্বাচন করার মতোও পরিস্থিতি নেই। রাজ্য সরকারের করোনা সম্পর্কিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, ধর্মীয় শোভাযাত্রা, রাজনৈতিক মিটিং-মিছিল, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ থাকবে। আর নির্বাচন মানেই রাজনৈতিক নেতাদের মিটিং, মিছিল ও প্রচার। অনেক মানুষের সমাগম হবে। তিনি প্রশ্ন করেছেন, প্রচার ছাড়াই কীভাবে উপ নির্বাচনের আয়োজন করা হবে? রাজ্যে যে ভোটের পরিবেশ নেই, তা রাজ্য সরকারের নির্দেশিকাতে স্পষ্ট হয়ে যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!