এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কতটা ভোট পড়ল ভবানীপুরে? জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জোড়াফুল ও পদ্মফুল? কি বলছে হিসেব?

কতটা ভোট পড়ল ভবানীপুরে? জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জোড়াফুল ও পদ্মফুল? কি বলছে হিসেব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে চলল নির্বাচন। তবে, এই তিন কেন্দ্রের মধ্যে ভবানীপুরকে নিয়েই উৎসাহ ও উদ্দীপনা ছিল চূড়ান্ত। কারণ, ভবানীপুর থেকে লড়াই করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবানীপুরে সমস্ত ভোটারদের ভোটদানে উৎসাহী করতে যথেষ্ট তৎপর হয়েছিল তৃণমূল ও বিজেপি। তবে ভোটের হার খুব বেশি দেখা গেলোনা ভবানীপুরে।

গতকাল সামশেরগঞ্জ কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৭৯%, জঙ্গিপুরে ভোট পড়েছে প্রায় ৭৬%, কিন্তু সে তুলনায় ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৫৭.৩৭ শতাংশ। ভবানীপুরে ৬০ শতাংশের কাছাকাছি ভোট পড়তে পারে, এমন অনুমান অনেকে করেছিলেন। আর বাস্তবেও তেমনটাই দেখা গেল।

গতকাল সকাল থেকেই টুইট করে ভবানীপুরের ভোটারদের ভোট দেওয়ার আবেদন জানাতে দেখা গিয়েছিল তৃণমূল নেতাদের। বেশকিছু তৃণমূল কর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট দানের আবেদন জানিয়েছিলেন। বিজেপিও ভোটের আগে যথেষ্ট রকম প্রচার করেছে। কিন্তু সে তুলনায় ভোটের হার বাড়তে তেমন দেখা গেল না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে ৬৪ শতাংশ ভোট পড়েছিল, আর উপ নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৪৫%। আর এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে ভোট পড়েছিল ৬২%, আর উপ নির্বাচনে ভোট পড়েছে ৫৭.৩৭ শতাংশ।

তৃণমূল থেকে বারবার বলা হয়েছে যে, বেশি করে ভোট দিতে। বেশি করে ভোট দিলে রেকর্ড জয়ের মার্জিন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার বিজেপির পক্ষ থেকেও বলা হয়েছে যে, যদি ভোটদানের পরিমাণ বাড়ে, তবে ভবানীপুর বড়োসড়ো লড়াই সম্ভব হবে।

গতকাল, সকাল থেকে ভবানীপুরে ভোটদানের হার যথেষ্ট কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদান কিছুটা বেড়েছে। উপনির্বাচনে ভবানীপুরবাসীকে খুব বেশি ভোটদান করতে আগেও দেখা যায়নি, তার উপরে গতকাল ছিল বৃষ্টি, সে কারণেও ভোটদানের হার কমেছে বলে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এ কারণেই ভোটের ফলাফল কি হতে পারে? তার অংক মেলানো যথেষ্ট কঠিন হয়ে পড়েছে। তাই আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে সকলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!