এখন পড়ছেন
হোম > জাতীয় > কট্টর বিরোধী হলেও মোদীকে পরামর্শ তৃণমূলের, জেনে নিন!

কট্টর বিরোধী হলেও মোদীকে পরামর্শ তৃণমূলের, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কেন্দ্রের বিজেপি সরকারকে প্রতিমুহূর্তে তুলোধোনা করে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলা থেকে শুরু করে প্রতিহিংসাপরায়ণ রাজনীতির অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় ঘাসফুল শিবিরকে। এমনকি সংসদের ভেতরে এবং বাইরে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে দেখা যায় তৃণমূল সাংসদের।

তবে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে রীতিমতো এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করল তৃণমূল কংগ্রেস। একদিকে সরকারের পক্ষ থেকে যখন প্রতি সময় অভিযোগ করা হচ্ছে যে, বিরোধীরা সরকারকে সহযোগিতা করছে না, তখন তিনটে বিষয়ে পরামর্শ দিয়ে কেন্দ্রের মোদী সরকারকে রীতিমতো মাস্টার স্ট্রোক দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। পাশাপাশি এই বিষয়ে কটাক্ষ করে সরব হতেও দেখা গেল তাকে। যাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় একটি টুইট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যেখানে তিনটি বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে পরামর্শ দেন তিনি। ট্যুইটে তৃণমূল সাংসদ লেখেন, “অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাজ্যসভার দলনেতাদের বৈঠকে তৃণমূল তিনটি প্রস্তাব দিয়েছে। ইদানীং বিলের স্ক্রুটিনির সংখ্যা কমেছে। ভারত সরকারের উচিত, এই বিষয়ে নজর দেওয়া। আলোচনা এবং কলিং অ্যাটেনশনের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সাপ্তাহিক তালিকায় আনা হোক। সংসদের রীতিনীতি মেনে চলা হোক।”

অর্থ্যাৎ ডেরেক ও’ব্রায়েন এই বিষয়গুলো টুইট করে বুঝিয়ে দিতে চাইলেন যে, কেন্দ্রের বিজেপি সরকার সংসদীয় রীতি-নীতি মেনে কাজ করছে না। আর সেই কারণেই অধিবেশন শুরু হওয়ার আগে এই তিনটি বিষয়ে পরামর্শ দিয়ে একদিকে বিজেপি সরকারকে কটাক্ষ এবং অন্যদিকে এই বিষয়গুলো যাতে মেনে চলা হয়, সেই কথাই বুঝিয়ে দিতে চাইলেন তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে ব্যাপক দূরত্ব তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা চালিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তারপরেও লাভের লাভ কিছু হয়নি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে তিনটি বিষয়ে পরামর্শ দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। স্বাভাবিকভাবেই আগামী দিনে সংসদের অধিবেশন শুরু হলে এই ব্যাপারে যে তারা ব্যাপকভাবে সোচ্চার হবেন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!