এখন পড়ছেন
হোম > অন্যান্য > হারিয়ে গেল সন্তান! এল রহস্যময় ফোন! কোয়েল নিজেই বেরিয়ে পড়লেন উদ্ধারে! তারপর কি হল? জেনে নিন

হারিয়ে গেল সন্তান! এল রহস্যময় ফোন! কোয়েল নিজেই বেরিয়ে পড়লেন উদ্ধারে! তারপর কি হল? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে রোজগার বন্ধ হয়ে গিয়েছিল বহু মানুষের। অবশেষে গতমাসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ তুলে তাকিয়েছেন শিল্পমহলের দিকে। ফলে সংগীতশিল্পী তথা নাটক, থিয়েটার, চলচ্চিত্র প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষদের রোজগারের পথ খুলে গেছে। সেইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে করোনা সংক্রমনের স্বাস্থ্যবিধি মেনে খুলে যেতে চলেছে সাংস্কৃতিক জগতের প্রাঙ্গণ। তাই এই মাসের পয়লা তারিখ থেকেই তাই মানুষ আবারও যেতে পারেন সিনমা হলগুলোতে। করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মেই এতদিন মুক্তি পাচ্ছিল সিনেমা। কিন্তু এবার সেখানে আগের ছন্দে ফিরতে দেখা যাবে সিনেমাকে।

নেপথ্যে রয়েছে, সৌকর্য ঘোষাল পরিচালিত একটি ছবি, যার নাম ‘রক্ত রহস্য’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর নতুন ট্রেলার। আর জানা গেছে, পুজোর মরশুমেই প্রেক্ষাগৃহে মু্ক্তি পেতে চলেছে এটি। বস্তুত, করোনা বাধা হয়ে না দাঁড়ালে এতদিনে ছবিটি মুক্তি পেয়ে যেত বলেই জানা গেছে। ছবিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, এবং শুভ্র সৌরভ দাস। তবে বিশেষ চরিত্রে দেখতে পাওয়া যাবে মীরকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই বছর একটু আগেই মানে মার্চ মাসেই কিন্তু প্রকাশ্যে এসেছিল ছবির গান। দেবদীপ মুখোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গাইতে শোনা গিয়েছিল লগ্নজিতা চক্রবর্তীকে। কারণ এপ্রিল মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রক্ত রহস্য’-এর। কিন্তু করোনার জেরে লকডাউনের ঘোষণা হয়ে যায় মার্চের শেষে। ফলে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ। আনলক ৫ -এ শর্ত সাপেক্ষে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি পাওয়া গেছে কেন্দ্র সরকারের তরফে। সেই সঙ্গে সামনে এসেছে বিধি-নিষেধের তালিকাও। আর জানা গেছে, তা মেনেই নাকি ১৫শে অক্টোবর থেকে খুলছে সিনেমা হলগুলি। তাই ২১শে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রক্ত রহস্য’।

তবে ট্রেলারে কিভাবে উঠে এসেছে ছবির গল্প? দেখা গেছে আপাত দৃষ্টিতে হাসিখুশি রেডিও জকি স্বর্ণজার মনে দুঃখ। কারণ তাঁর মনে গেঁথে আছে সন্তান হারিয়ে যাওয়ার যন্ত্রণা। পাঁচ বছর আগে হারিয়ে যায় স্বর্ণজার সন্তান। তবে সেই যন্ত্রণাকে সঙ্গে করে নিয়েই চলতে থাকে সে। কিন্তু সবকিছু পাল্টে যায় হঠাৎ একটি ফোনে। আচমকা একটি ফোনে সে তার ছেলের হদিশ পায়। তাই ফের আশার আলো জেগে ওঠে মায়ের মনে। সন্তানকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে স্বর্ণজা। আর এই চেষ্টাতেই সে জড়িয়ে পড়ে এক জটিল রহস্যের ফাঁদে। তবে স্বর্ণজা কি পারবে এই ‘রক্ত রহস্য’ সমাধান করতে? সেই প্রশ্নের উত্তর আছে ছবির পর্দায়। তাই উত্তর খুঁজতে অবশ্যই ঢুঁ মারতে পারেন সিনেমা হলে। কিন্তু অবশ্যই করোনা সতর্কতা অবলম্বন করে তবেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!