এখন পড়ছেন
হোম > রাজ্য > কয়লা কান্ডে প্রথম গ্রেফতার, নির্বাচনের মরসুমে বাড়ল অস্বস্তি!

কয়লা কান্ডে প্রথম গ্রেফতার, নির্বাচনের মরসুমে বাড়ল অস্বস্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের মাঝে কয়লা কাণ্ড নিয়ে নানা সময়ে শাসক-বিরোধী চাপানউতোর চলেছে। এমনকি এই ঘটনার জেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মীনি এবং তার শ্যালিকাকে জেরা করা নিয়ে চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছিল।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে কয়লা কাণ্ড নিয়ে তৃণমূলের শীর্ষ নেতাকে আক্রমণ করেছে। আর এই পরিস্থিতিতে এবার কয়লা পাচারকারী লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিংহকে গ্রেফতার করল পুলিশ। বলা বাহুল্য, এই ঘটনায় কয়লা কাণ্ডে প্রথম কাউকে গ্রেফতার করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য, এই কয়লা কাণ্ডে প্রথম থেকেই তদন্তপ্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই ফেরার অনুপ মাঝি ওরফে লালার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বেশ কিছুদিন আগে থেকেই দুর্গাপুর, আসানসোল সহ বেশ কয়েকটি কয়লা খনিতে গিয়ে ইসিএলের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আর সেখানেই রণধীর সিংয়ের নাম উঠে আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার পরিপ্রেক্ষিতেই এদিন সেই রণধীর সিংহকে গ্রেপ্তার করল সিআইডি। জানা যায়, অন্ডালের নিউ কাজোরার বাড়ি থেকে এই রণধীর সিংহ গ্রেপ্তার করে সিআইডি। স্বভাবতই এই কয়লা কান্ডে প্রথম এই গ্রেপ্তারি নিয়ে এখন নানা মহলে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

নির্বাচনের মরসুমে একজনকে গ্রেপ্তার করা হল, এর পরে এই কয়লা কান্ডে আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই গোটা পরিস্থিতি নিয়ে এখন চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!