এখন পড়ছেন
হোম > জাতীয় > কয়লা কাণ্ডের মূল চক্রী লালার মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে

কয়লা কাণ্ডের মূল চক্রী লালার মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত করে অনুপ মাঝি বা লালার বিরুদ্ধে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর সিবিআইএর এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে অনুপ মাঝি। হাইকোর্টে তার মামলা খারিজ হয়ে গেলে, লালা দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। আজ সুপ্রিম কোর্টে লালার মামলার শুনানি হওয়ার কথা শোনা যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই ফেরার কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি বা লালা। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। এরপর কলকাতা হাইকোর্টে মামলা করে লালা। তার দাবি ছিল, তার বিরুদ্ধে সিবিআই যে এফআইআর দায়ের করেছে, তা খারিজ করা হোক। কয়লা কাণ্ডের তদন্তে সিবিআইকে চ্যালেঞ্জ করেও লালা মামলা করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, কলকাতা হাইকোর্ট তার মামলা খারিজ করে দিয়েছে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এ বিষয়ে সিবিআই তদন্ত চালাতে পারবে। তদন্ত চালাবার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে, যেসব জায়গা রেলের আওতাভুক্ত নয়, সে সমস্ত জায়গায় তদন্ত চালাতে হলে রাজ্যের অনুমতি নিতে হবে, কিন্তু এমন কোন এলাকার কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে হলে, বা সমন পাঠাতে হলে, রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।

হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই রায় ঘোষণার পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে সিবিআই। এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের আওতাভুক্ত এলাকায় সিবিআইকে তদন্ত চালানোর অনুমতি দেয়। হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় লালা। সেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে এফআইআর খারিজেরও আবেদন জানায় অনুপ মাঝি। আজ তার এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এবার এ বিষয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেয়? সে দিকেই দৃষ্টি রয়েছে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!