এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কয়লা ও গরু পাচারকান্ডে চাঞ্চল্যকর মোড়, দেশে ফিরতে চেয়ে সিবিআইয়ের ওপর শর্ত আরোপ অভিযুক্তের

কয়লা ও গরু পাচারকান্ডে চাঞ্চল্যকর মোড়, দেশে ফিরতে চেয়ে সিবিআইয়ের ওপর শর্ত আরোপ অভিযুক্তের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ড নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর তদন্ত চালাচ্ছে। এবং এই তদন্তের সূত্রেই নাম উঠে এসেছিল তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের। দীর্ঘদিন যাবৎ তিনি সিবিআই এর হাত থেকে বেপাত্তা হয়ে রয়েছেন। অন্যদিকে হাইকোর্ট থেকে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। তবে হাইকোর্টে মামলার শুনানি চলছে, আর সেক্ষেত্রে আজকে বিনয়ের আইনজীবী অভিষেক মনু সিংভির পক্ষ থেকে জানানো হয়, বিনয় মিশ্র দেশে ফিরতে তৈরি, তবে তার জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে বিনয়ের পক্ষ থেকে।আর এই নিয়েই শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।

জানা গিয়েছে, যদি সিবিআই এবং ইডি আদালতের কাছে প্রতিশ্রুতি দেয়, বিনয়কে গ্রেপ্তার করা হবে না এবং ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগীতা করা হবে তাহলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। প্রসঙ্গত, এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্রে বিনয় রয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যে বিনয়ের বিরুদ্ধে সিবিআই এর তরফ থেকে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানানো হয়েছে। কিন্তু তা এখনো কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গরু ও কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র শুনানিতে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই বিনয়ের আইনজীবী অভিষেক মনু সিংভি যাবতীয় শর্ত জানান।

অন্যদিকে সিবিআইয়ের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, দেশে ফিরে তদন্তে সহযোগিতা করলে বিনয় মিশ্রকে গ্রেফতার করা হবেনা। এক্ষেত্রে তিনি জানিয়েছেন, ইডি অধিকর্তা লিখিতভাবে এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। গতকাল এই মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়, অভিযুক্তের ভার্চুয়াল শুনানিতে তাঁরা রাজি নন। কারণ ভিডিও কনফারেন্সিং এ অনেক সময় অভিযুক্ত সঠিক উত্তর নাও দিতে পারে। পাশাপাশি বলা হয়েছিল, 12 ই জুলাই এর মধ্যে যদি বিনয় মিশ্র দেশে ফিরে তদন্তে সহায়তা করে তাহলে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হবেনা এবং গ্রেফতারও করা হবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি হবে। অন্যদিকে সিবিআইকে আজ হাইকোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয়, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের অনুমতি ছাড়া কিভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা যায়? প্রসঙ্গত,  এই গরু পাচারকান্ডে এক বিএসএফ আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই। অন্যদিকে সিবিআই এর তরফ থেকে আইনজীবী জানান, নিজস্ব সূত্র মারফত সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছিল ওই বিএসএফ আধিকারিককে।

কিন্তু হাইকোর্টের তরফ থেকে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করে বলা হয়েছে, কোনো কোনো মামলার ক্ষেত্রে সিবিআই সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের অনুমতি নিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নিচ্ছেনা। সেক্ষেত্রে একই নিয়ম যেভাবে আলাদা প্রয়োগ হচ্ছে তা কাম্য নয়। প্রসঙ্গত, গরু পাচার কান্ড মামলায় যদি বিনয় মিশ্র দেশে ফেরেন, সেক্ষেত্রে সিবিআইয়ের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি দেখার, বিনয় মিশ্র তদন্তে সহযোগিতা করতে সিবিআই এর কাছে কি কি তথ্য প্রকাশ করেন! আর এই তথ্যের ওপর ভিত্তি করে সিবিআইয়ের জালে আর কোন হেভিওয়েট ধরা পড়ে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!