কয়লা পাচার চক্রের পান্ডা লালাকে ধরতে রীতিমত হিমশিম খাচ্ছে সিবিআই, আপাতত লালার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত বিশেষ খবর মেদিনীপুর রাজ্য January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে কয়লা ও গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালা অরফে অনুপ মাঝির উপর নজর রয়েছে সিবিআইয়ের। গরু পাচার চক্রে ধৃত এনামুলের কাছ থেকে পাওয়া সূত্র অনুযায়ী লালাকে ধরতে তোড়জোড় শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। কিন্তু তার আগেই লালা পলাতক। যথারীতি বিশেষ সিবিআই আদালত এবার অনুপ মাঝিকে অর্থাৎ লালাকে ফেরার হিসেবে ঘোষণা করল। একইসঙ্গে লালার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, এই লালা বেআইনি কয়লা পাচার চক্রের মূল পান্ডা বলে অভিযুক্ত। সিবিআইয়ের পক্ষ থেকে চারবার তাঁকে নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে। কিন্তু একবারও লালা এসে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের সাথে যোগাযোগ করেনি। এদিন আদালতে সিবিআই জানিয়েছে, গরু পাচার চক্রের অন্যতম অভিযুক্ত এনামুলের সঙ্গে লালার যথেষ্ট ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। শেষ পর্যন্ত লালার খোঁজ না পাওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অবশেষে বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছিল লালাকে ফেরার ঘোষণা করার। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের সেই আবেদনকে মান্যতা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সিবিআই সূত্রে জানা গেছে, লালার ঘনিষ্ঠ আর এক ব্যবসায়ী গনেশ বাগারিয়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। গনেশকেও যথারীতি পাওয়া যায় না। রাতারাতি যেন সে মিলিয়ে যায়। যথারীতি গণেশের বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি হয়ে গেছে ইতিমধ্যেই। সিবিআই এর দাবি, গ্রেফতারি এড়াতে গণেশ বাগারিয়া দুবাই চলে গিয়েছেন। অন্যদিকে সূত্রের খবর, গরু পাচার চক্র কিংবা কয়লা পাচার চক্রের পেছনে এনামুল হক বা লালা ওরফে অনুপ মাঝি থাকলেও এর পেছনে বেশ কিছু রাজনৈতিক কর্তাব্যক্তির মাথা রয়েছে বলে মনে করা হচ্ছে। আর সেই সূত্রে লালাকে গ্রেপ্তার করতে উঠেপড়ে লেগেছে সিবিআই। কিন্তু লালা যে কোথায় গিয়ে লুকিয়ে আছে, তার খোঁজ পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। যথারীতি ফেরার ঘোষণা করার পর এবার দেখার, লালাকে কি করে খুঁজে বার করে সিবিআই গোয়েন্দা বাহিনী। আপনার মতামত জানান -