এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > কয়লা পাচার চক্র ধরতে এবার বড়সড় পদক্ষেপ সিবিআইয়ের

কয়লা পাচার চক্র ধরতে এবার বড়সড় পদক্ষেপ সিবিআইয়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাংলার গরু পাচার চক্র এবং কয়লা পাচার চক্র নিয়ে রীতিমতো উঠে পড়ে লেগেছে সিবিআই। ইতিমধ্যেই ধরা পড়েছে সিবিআইয়ের জালে ধরা পড়েছে বেশ কয়েকজন হোমরা চোমরা ব্যক্তি। তবে এবার নজর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বাংলার কয়লা কেলেঙ্কারির পাণ্ডাদের দিকে। আর তাই এবার বর্ধমান শিল্পাঞ্চলে দেখা গেল কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। তাঁদের সাথে ছিল ভিজিল্যান্স টিম। সূত্রের খবর, সমস্ত বৈধ এবং অবৈধ খোলা মুখের খনিতে গিয়ে রীতীমতো খুঁটিনাটি যাচাই করছেন কয়লা মন্ত্রকের এক্সপার্টরা।

জানা গেছে, ইসিএলের খাদান থেকে খনির খোলা মুখ দিয়ে কত পরিমাণ কয়লা তোলা হয়েছে তার মাপ করা হয়। অন্ডালের অবৈধ খাদান যাচাই করতে প্রায় 25 থেকে 30 জনের একটি টিম উপস্থিত হয়েছিল সেখানে এবং উপস্থিত এক আধিকারিক জানিয়েছেন, মাটির রাসায়নিক বিশ্লেষণ হলে বোঝা যাবে কত পরিমাণ কয়লা মাটির নিচে ছিল এবং কত পরিমা্ণ কয়লা তুলে নেওয়া হয়েছে! সে ক্ষেত্রে পাচার হওয়া কয়লার সঠিক পরিমাপ খুঁজে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গরু পাচার নিয়ে ইতিমধ্যেই সিবিআই এর নোটিশ জারি হয়েছে ইন্সপেক্টর এবং ডিএসপি পদমর্যাদার 6 অফিসারের বিরুদ্ধে। এই ছয় অফিসার গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি সিবিআইয়ের। আর এবার কয়লা পাচার রুখতে উঠে-পড়ে লেগেছে সিবিআই। ইতিমধ্যেই কয়লা পাচার চক্রের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। পাশাপাশি সিবিআই এর তালিকায় রয়েছে বহু প্রভাবশালীর নাম বলে জানা যাচ্ছে।

তাই তথ্য প্রমাণ জোগাড় করতে এবার সিবিআই রাজ্যের সমস্ত খাদানে হানা দেবে বলে খবর। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে যেভাবে গরু পাচার কিংবা কয়লা পাচার চক্র ধরতে উঠে পড়ে লেগেছে সিবিআই, তাতে রাজ্যের প্রশাসন কিছুটা বিপাকে পড়তে পারে। কারণ, সিবিআইয়ের সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের তালিকায় শাসকদলের অনেকেরই নাম রয়েছে। আপাতত সিবিআই এর লক্ষ্য এখন তথ্য প্রমাণ জোগাড় করা।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!