এখন পড়ছেন
হোম > জাতীয় > কয়লা পাচার কাণ্ডের নয়া মোড়, এবার লালার সঙ্গে সঙ্গে লালা ঘনিষ্ঠ দশজন ব্যবসায়ীকে তলব করল সিবিআই

কয়লা পাচার কাণ্ডের নয়া মোড়, এবার লালার সঙ্গে সঙ্গে লালা ঘনিষ্ঠ দশজন ব্যবসায়ীকে তলব করল সিবিআই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সিবিআই দপ্তর থেকে তলব করা হয়েছে কয়লা মাফিয়া অনুপ মাঝি বা লালাকে। ইতিমধ্যে, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক সিবিআই হেফাজতে। এনামুল ও লালা এই দুজনকে পাশাপাশি বসিয়ে মুখোমুখি জেরা করার সিদ্ধান্ত নিয়েছেন সিবিআই আধিকারিকরা। এবার এই সূত্রেই কয়লা মাফিয়া অনুপ মাঝি বা লালার ঘনিষ্ঠ দশজন ব্যবসায়ীকেও তলব করল সিবিআই। সবকিছু নিয়ে রুদ্ধশ্বাস পরিস্থিতি।

সিবিআই সূত্রের খবর, কয়লা মাফিয়া অনুপ মাঝির ঘনিষ্ঠ এই ১০ জন ব্যবসায়ী হলেন তার কোর টিমের সদস্য। এদেরই লালার সমস্ত ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল। এর সঙ্গে সঙ্গে অনুপ মাঝির ব্যবসার আয়-ব্যয় সংক্রান্ত সমস্ত নথি ও তার সম্পত্তির হিসাব আয়কর দপ্তরের কাছে জানতে চাইলো সিবিআই। ইতিমধ্যেই লালার হিসেব বহির্ভূত প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তি সিবিআই আধিকারিকের নজরে এসেছে। এগুলি ছাড়াও লালার প্রচুর বেনামি সম্পত্তির কথাও জানতে পেরেছেন গোয়েন্দারা।

সিবিআই এর পক্ষ থেকে আজ বেলা ১১ টার মধ্যে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে লালাকে। কিন্তু এখনও পর্যন্ত সিবিআই অফিসে উপস্থিত হন নি কয়লা মাফিয়া লালা। গরু পাচারের মূল অভিযুক্ত এনামুল হক ও তাকে মুখোমুখি রেখে জেরা করার সিদ্ধান্ত নিয়েছেন আধিকারিকেরা। গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এনামুল হক ও অনুপ মাঝি মিলিতভাবে গরু ও কয়লার অবৈধ কারবার চালাত রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিবিএই সূত্র থেকে জানা গেছে যে, গরু পাচারে অভিযুক্ত এনামুলের লোকজনদের দ্বারাই উত্তরবঙ্গে কয়লার অবৈধ কারবার চলতো লালার। আসানসোল থেকে মালদা পর্যন্ত চলেছে কয়লার অবৈধ কারবার। তবে, এখনো পর্যন্ত আটক করা যায়নি কয়লা মাফিয়া লালাকে। তার বেশ কিছু বাড়ি, অফিসে তল্লাশি করেও তাকে ধরতে পারেননি গোয়েন্দারা।

আজ বিকেল পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে সিবিআই। তার মধ্যে যদি তিনি সিবিআই দপ্তরে উপস্থিত না হন, তবে তার বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবার লালা ঘনিষ্ঠ দশ জন ব্যবসায়ীকে তলব করে তাদের কাছ থেকে বেপাত্তা লালার ঠিকানা পেতে চাইছেন সিবিআই আধিকারিকেরা। সমস্ত কিছু নিয়েই রুদ্ধশ্বাস গতিতে এগোচ্ছে গরু ও কয়লা পাচার তদন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!