এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ক্রমশ সহযোগীদের কি হারিয়ে ফেলছে কংগ্রেস? এ রাজ্যে লড়াইতে টিকে থাকতে গিয়ে কি পিছিয়ে পড়ছে তাঁরা?

ক্রমশ সহযোগীদের কি হারিয়ে ফেলছে কংগ্রেস? এ রাজ্যে লড়াইতে টিকে থাকতে গিয়ে কি পিছিয়ে পড়ছে তাঁরা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাদবাকি রাজ্য একদিকে, আর বাংলা একদিকে। এ রাজ্যে একুশের বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ব্যাপক তোড়জোড় চলছে। মুখ্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে রয়েছে যেমন তৃণমূল-বিজেপি, পাশাপাশি রয়েছে বাম-কংগ্রেস এবং আইএসএফ এর মহাজোট। কিন্তু দেখা যাচ্ছে, বাংলার বাইরে যারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে তারাই বাংলায় তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন। আর এই নিয়েই কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। সম্প্রতি শিবসেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এ রাজ্যে তাঁরা পূর্ণ সমর্থন করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, এই শিবসেনার সঙ্গেই জোট রয়েছে কংগ্রেসের মহারাষ্ট্রে। সেই রাজ্যে কিন্তু মহাআগাড়ী জোট লাগাতার বিরুদ্ধাচরণ করে চলেছে কেন্দ্রীয় বিজেপি সরকারের। পাশাপাশি বিহারে কংগ্রেস সঙ্গী আরজেডি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে করছে জোরালো সমর্থন। ইতিমধ্যেই তেজস্বী যাদব এসে মুখ্যমন্ত্রীর সাথে একদফা আলোচনা করে গেছেন। উত্তরপ্রদেশের অন্যতম রাজনৈতিক দল সমাজবাদী পার্টির পক্ষ থেকে অখিলেশ যাদবও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি এবং তাঁর পার্টি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন, এবং একুশের বিধানসভা নির্বাচনের সমাজবাদী পার্টির কর্মীরা মমতা ব্যানার্জির হয়ে লড়াই করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবেই এরাজ্যের কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে এই নিয়ে লাগাতার সমালোচনা। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্য কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছে বাংলায় যেসব পার্টির জোরালো সমর্থন নেই, তাঁরাই তৃণমূলকে সমর্থন করছেন। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, শিবসেনা, আরজেডি বা সমাজবাদী পার্টির পক্ষ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই। অধীর চৌধুরীর মতে, প্রত্যেকেরই নিজের নিজের চিন্তা ভাবনা বা দৃষ্টিকোণ রয়েছে। সেক্ষেত্রে এ রাজ্যে কংগ্রেস কর্মীদের যেভাবে তৃণমূল সরকারের অত্যাচার ও সন্ত্রাসের শিকার হতে হয়েছে, তাতে টিকে থাকাটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

আর তাই তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিকে হারাতে বদ্ধপরিকর কংগ্রেস বাম এবং আইএসএফ এর সাথে হাত মিলিয়েছে। তৈরি হয়েছে বাংলায় মহাজোট। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, ভিন রাজ্যের কংগ্রেস সঙ্গীরা এরাজ্যে যেভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছেন, তাতে কংগ্রেস সমর্থকদের মনোভাবে হয়ত কিছুটা ছাপ ফেলতে পারে। পাশাপাশি ব্রিগেডের সভা নিয়ে যে বিতর্ক তৈরি হয়, তা অজানা নেই কারোর। তাই প্রহ্ন উঠছে, সবকিছুর মধ্যে কংগ্রেস কি পারবে তাঁর হারানো জমি পুনরুদ্ধার করতে? নাকি বুমেরাং হবে মহাজোট?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!