এখন পড়ছেন
হোম > খেলা > ক্রীড়াপ্রেমীদের জন্য বড়সড় সুখবর! মাস দুয়েকের মধ্যেই শুরু হতে চলেছে ক্রিকেট ‘জ্বর’ IPL!

ক্রীড়াপ্রেমীদের জন্য বড়সড় সুখবর! মাস দুয়েকের মধ্যেই শুরু হতে চলেছে ক্রিকেট ‘জ্বর’ IPL!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্ব মহামারী করোনার প্রকোপের জন্য ইতিমধ্যে আইসিসির পক্ষ থেকে বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে বিসিসিআই এর কাছে আইপিএল আয়োজনের পথ খুলে যায়। ইতিপূর্বে বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী ২৬ শে সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হবে। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে ২৬ শে সেপ্টেম্বর এর পরিবর্তে ১৯ শে সেপ্টেম্বর আরব আমিরসাহিতে আইপিএল এর আসর বসতে চলছে। যা ক্রিকেট প্রেমিদের কাছে একটা বড়সড় সুখবর।

প্রসঙ্গত উল্লেখ্য যে,পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ২৯ শে মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ব মহামারী করোনার প্রকোপের জন্য বিসিসিআই-এর তরফে আইপিএল বন্ধ করে দেওয়া হয় অনিদিষ্টকালের জন্য। কারন করোনা ভাইরাসের উপস্থিতে স্বাস্থ্য বিধি মানা সম্ভব হবে না। তাই বিসিসিআই জানিয়ে দিয়েছিলো আপাতত আইপিএল হচ্ছে না। ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার জন্য আবার নতুন করে ক্রিকেট প্রেমিদের কাছে বড়সড় সুখবর আসতে চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্র মারফত জানা যাচ্ছে যে, আগামী ২৬ শে সেপ্টেম্বর থেকে আরব আমীরসাহিতে আসর বসার কথা ছিল এবারের আইপিএলের। কিন্তু গতকাল আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন যে ২৬ শে সেপ্টেম্বর এর পরিবর্তে ১৯ শে সেপ্টেম্বর আইপিএল আরব আমিরসাহিতে শুরু হতে চলেছে এবং তিনি আরো জানান ফাইনাল ম্যাচটি ৮ ই নভেম্বর অনুষ্ঠিত হবে। ফলে অবশেষে ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটতে চলেছে।

যদিও, এবারের আইপিএল নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবারের আইপিএলে স্বাস্থ্যবিধি ও সুরক্ষার কথা ভেবে বিদেশিদের যোগদান কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে, খেলতে দেখা যেতে পারে শুধু ভারতীয়দের। এর পাশাপাশি করোনা আবহে খেলা হবে ফাঁকা স্টেডিয়ামে। এমনকি ধারাভাষ্যকাররাও ‘ওয়ার্ক ফ্রম হোম’ করবেন। সেই অবস্থায় কতটা জমবে আইপিএল? কিন্তু, ক্রীড়াপ্রেমীদের কথায় – নেই মামার চেয়ে, কানা মামা অনেক ভালো!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!