এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষক আন্দোলনের হাত ধরে এবার কি সিএএ বিরোধী আন্দোলন? জল্পনা তুঙ্গে

কৃষক আন্দোলনের হাত ধরে এবার কি সিএএ বিরোধী আন্দোলন? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক বছরের কৃষক আন্দোলন আপাতত শেষের মুখে। দীর্ঘ কৃষক আন্দোলনের পর গতকাল গুরু নানকের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর সামনে এসে ক্ষমা চেয়ে প্রত্যাহার করে নেন 3 কৃষি আইন। তারপর থেকে দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকসহ সারাদেশ জুড়ে খুশির হাওয়া বইছে কৃষকদের মাঝে। বিজেপি বিরোধী শিবিরগুলিও কৃষকদের এই জয়কে অভিনন্দন জানিয়েছে। তবে এবার কৃষকদের আন্দোলনের হাত ধরে আশার আলো দেখতে চাইছেন কেন্দ্রের আনা নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনকারীরাও।

2019 এর শেষ সময় থেকে গোটা দেশে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে গোটা দেশজুড়ে। দিল্লির শাহীনবাগ থেকে কলকাতা ও কেরলেও মিছিল দেখা গিয়েছে কেন্দ্রীয় সিএএ আইনের বিরুদ্ধে। কৃষক আন্দোলনের হাত ধরে সাফল্য আসার পর সিএএ বিরোধী আন্দোলনকারীদের মনোবল বেড়েছে বলে মনে করা হচ্ছে। দেশের অন্যতম বড় মুসলিম সংগঠন জামাত উলামায়ে হিন্দের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই কেন্দ্রকে সিএএ প্রত্যাহার করার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিএএর বিরুদ্ধে আন্দোলনকারীরাও তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। কার্যত কৃষকরা যেভাবে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে নিজেদের আন্দোলনকে সক্রিয় করে তুলেছিলেন, যেভাবে দাঁড়িয়ে ছিলেন লড়াইয়ের ময়দানে, তা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। কৃষকদের কৃষি আইন এর বিরুদ্ধে যে প্রবল প্রতিবাদ করা হয়েছিল,নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সেই অনুরূপ প্রতিবাদ করার কথা ভাবা হচ্ছে। আমরোহার বিএসপি সাংসদ কুনওয়ার দানিশ আলী অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে।

যে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হলো দেশবাসীর সামনে, সেই আন্দোলনের হাত ধরে কি এবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজপথে নামতে দেখা যাবে আন্দোলনকারীদের? কেন্দ্রীয় সরকারকে কি এবার সিএএ বিল নিয়েও পিছু হটতে হবে? বিশেষজ্ঞদের মতে, ৩ কৃষি আইনের বিরুদ্ধে যে কৃষক আন্দোলন হয়েছে তা আগামী দিনে যথেষ্ট প্রভাব বিস্তার করবে। ভারতীয় রাজনীতিতেও এই প্রভাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!