এখন পড়ছেন
হোম > অন্যান্য > জমজমাট রাজনীতি! ‘কৃষক বন্ধু’ হয়ে কে কত বড় বিজেপি বিরোধী তার প্রতিযোগিতা শুরু তৃণমূল-সিপিএমে!

জমজমাট রাজনীতি! ‘কৃষক বন্ধু’ হয়ে কে কত বড় বিজেপি বিরোধী তার প্রতিযোগিতা শুরু তৃণমূল-সিপিএমে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কৃষি বিল নিয়ে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে দেশজুড়ে। সর্বনাশা কৃষিবিদের অভিযোগে যেখানে দেশজুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছিল, সেখানে দল-মত-নির্বিশেষে বিভিন্ন কৃষক সংগঠনকে দেখা গেল এই কৃষি বিলের প্রতিবাদে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে গলা তুলতে। সেখানে বাধা হয়ে দাড়ালো না প্রকৃতি, বিরূপ আবহাওয়াও।

এদিন সকাল থেকে কলকাতার মেয়োরোডে ধরনায় বসেছিল তৃণমূল নেতৃবৃন্দ। বেচারাম মান্নার নেতৃত্বে সেখানে যোগ দেন অনেকেই। প্রতিবাদের ভাষা হিসেবে উঠে আসে সঙ্গী কাঁসর-ঘণ্টা, রক্ত দিয়ে লেখা পোস্টার – ‘কেন্দ্রের নয়া কালা কৃষি আইন, মানছি না, মানবো না’, সবজি দিয়ে তৈরি ভারতের মানচিত্র ইত্যাদি। এদিন যেখানে তৃণমূলকে এভাবেই অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদের পথে হাঁটতে দেখা গেলো, সেখানে অন্যদিকে, কৃষক-শ্রমিক বন্ধু বামপন্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। উত্তরবঙ্গ, থেকে শুরু করে বর্ধমান হয়ে কলকাতার রাজপথে এই কৃষি বিলের প্রতিবাদে লাল নিশানে চেটে যায় চারপাশ। দিনভর এমনই টুকরো ছবিতে কৃষক স্বার্থে রাজ্যে একতার ছবি ফুটে উঠতে দেখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই ছবি দেখা যায়, উত্তর ২৪ পরগনার বনগাঁয়। কৃষক, খেতমজুরদের ক্ষমতার লড়াইয়ে ‘ফ্যাসিস্ট’ সরকারের বিরুদ্ধে দেশের সব বিরোধী রাজনৈতিক দলকে একজোট করে বনগাঁর ঘাঁটবাওড় আঞ্চলিক তৃণমূলের সদস্যরা আন্দোলনে নামেন। উত্তর ২৪ পরগনার তৃণমূল কো-অর্ডিনেটর গোপাল শেঠের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ দেখান হয়। এদিন তৃণমূল থেকে পাইকপাড়া বাজারের কৃষকদের নিয়ে গলায় সবজির মালা পরে রাস্তার উপর বসে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ দেখান হয়। বনগাঁর কৃষিমান্ডির সামনেও চলে বিক্ষোভ মিছিল। পরে সেখানে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয় বলে জানা যায়।

দক্ষিণের সঙ্গে উত্তরবঙ্গের অবস্থা ছিল একই। এদিন সকাল থেকে ভারী বৃষ্টিকে উপেক্ষা করে সারা ভারত কৃষকসভা মালবাজার মহকুমার নাগরাকাটা,থানা কমিটির তরফে কৃষি বিলের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা। এদিন খেটে খাওয়া মানুষদের সমবেত প্রতিবাদের সামনে প্রাকৃতিক বিপর্যয় কোনও বাধা হয়ে দাঁড়াতে পারল না। প্রায় এক ঘণ্টা ধরে এই অবরোধে ৩১ নং জাতীয় সড়ক সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। তাঁর মধ্যেই বক্তব্য রাখেন সিপিএম নেতা রামলাল মুর্মু, দিল কুমার ওঁরাও, কৃষক সভার থানা, কমিটির সম্পাদক নবিউল ইসলাম, পার্টি সদস্য কৌস্তভ ভট্টাচার্যরা। তবে আর্তের আর্জি খারিজ শেষমেষ কোনো কাজে লাগে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!