এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর দাবি ‘মিথ্যা’? ক্ষোভে ফুঁসছে কৃষকসভা – দাবি ‘তামাশার’ জন্য ক্ষমা প্রার্থনার

মুখ্যমন্ত্রীর দাবি ‘মিথ্যা’? ক্ষোভে ফুঁসছে কৃষকসভা – দাবি ‘তামাশার’ জন্য ক্ষমা প্রার্থনার

আবারও অভিযোগ উঠলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার রাজ্যের অবহেলিত কৃষকদের পক্ষ থেকে অভিযোগ করলেন প্রাদেশিক কৃষকসভার সম্পাদক অমল হালদার। সংবাদমাধ্যম কে তিনি বললেন, “মাঠে উদয়াস্ত ঘাম ঝরিয়ে ফলানো ফসলের দাম না পেয়ে রাজ্যের অভাবী কৃষক যখন ঋণের জ্বালায় জ্বলছেন তখন তাঁদের নিয়ে মুখ্যমন্ত্রীর এহেন তামাশায় স্বাভাবিক ভাবেই ক্ষোভ বাড়ছে কৃষক সমাজের।” আর তাই অমল বাবু চান কৃষকদের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য কয়েকদিন আগেই এক সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, “যে গত ছয় বছরে কৃষকদের আয় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১১সালের কৃষকের বার্ষিক আয় ছিলো ৯১,০০০ টাকা, আর ২০১৬ – ১৭ সালে এই আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার টাকা।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে কৃষকসভা জানিয়েছে, গত সাড়ে ৬ বছর ধরে নতুন সমস্যা হিসেবে যোগ হয়েছে ফড়েদের দাপট। দেখা গিয়েছে ধান, পাট, আলু, সবজি যাবতীয় ফসল ফলাতে কৃষকের যে খরচ হয়েছে তা বিক্রি করে দাম ওঠেনি। ফসলের দাম না পেয়ে চাষিরা বিক্ষোভও দেখিয়েছে। এখন ঘটনার সত্যতা কী সেই বিষয়ে জানতে মুখ্যমন্ত্রীর কৃষকদের উদ্দেশ্যে দেওয়া আগামী বিবৃতির অপেক্ষায় সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!