এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষি আন্দোলনকে আরও উসকে দিতে বার্ড ফ্লু নিয়ে পাল্টা কটাক্ষ কেন্দ্রীয় সরকারকে

কৃষি আন্দোলনকে আরও উসকে দিতে বার্ড ফ্লু নিয়ে পাল্টা কটাক্ষ কেন্দ্রীয় সরকারকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লিসহ দেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোড়ন তুলেছে কৃষি আন্দোলন। দিল্লি হরিয়ানা সীমান্তে একনাগাড়ে শীত, বৃষ্টি উপেক্ষা করে একভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন কৃষকেরা প্রায় দেড় মাসের কাছাকাছি। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কৃষকদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে বসেছেন। কিন্তু তাতেও পরিস্থিতির যে বিশেষ বদল হয়নি, সেকথা সবার জানা। অন্যদিকে কৃষকদের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে দেশের প্রায় সমস্ত বিরোধী দলগুলি এবং কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁরাও মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছে কেন্দ্রীয় সরকারকে। সম্প্রতি মহারাষ্ট্রের শিবসেনাও বিজেপিকে ছেড়ে কথা বললনা।

কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁরা রীতিমতো কটাক্ষে বিঁধল গেরুয়া শিবিরকে।সম্প্রতি দেশজুড়ে হানা দিয়েছে বার্ড ফ্লু। আর এই ফ্লুকে কেন্দ্র করেই কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ শিবসেনা মুখপাত্র সামনাতে। কটাক্ষের আসল কারণ অবশ্য বার্ড-ফ্লু নয়, বার্ড ফ্লুর আড়ালে কৃষি আন্দোলনের প্রতি গেরুয়া শিবিরের দৃষ্টিভঙ্গিকে কটাক্ষ করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন ধরেই বিজেপির মুখপাত্র দাবি জানিয়ে আসছেন, কৃষক আন্দোলনের পেছনে পাকিস্তানি, খালিস্তানি, চিনা ও নকশাল এবং মাওবাদীদের হাত রয়েছে। আর তাই নিয়েই এবার দেশের অন্যতম বিরোধী দল শিবসেনা প্রকাশ করল তীব্র কটাক্ষ।

তাঁদের মুখপাত্র সামনার সম্পাদকীয়তে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে বলা হয়, বার্ড ফ্লুকে কেন্দ্র করে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে দেশজুড়ে, তাতে কিন্তু এখনও পর্যন্ত বিজেপির মুখপাত্ররা জানাননি মুরগির বা অন্য পাখিদের রহস্যময় মৃত্যুর পিছনে খালিস্তানি, পাকিস্তানি, চিন বা নকশালদের কোন হাত আছে কিনা! পাশাপাশি কৃষক আন্দোলনকে সমর্থন করে এদিন সামনার সম্পাদকীয়তে বলা হয়, যেখানে দেশজুড়ে মুরগি এবং মুরগির ডিম সবচেয়ে বেশি বিক্রি হয় গ্রামাঞ্চলে, তাই তাঁদের নিজস্ব কিছু অর্থনীতি রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নতুন কৃষি আইনে কিন্তু ডিম বিক্রেতা বা মুরগি বিক্রেতাদের অর্থনীতির কোন স্থান নেই। মূলত কর্পোরেটদের সঙ্গে ডিম, মুরগি বা কোনো বার্ড ফ্লুর সম্পর্ক নেই। কিন্তু শিবসেনার প্রশ্ন, তাহলে কৃষক এবং তাঁদের মধ্যে থাকা পোলট্রি কর্মীরা কেন কৃষি বিলকে সমর্থন করবে? তবে বার্ড ফ্লুর কারণে পোলট্রি ব্যবসায়ীরা মুরগির মাংস এবং ডিম বিক্রি কমার ফলে যথেষ্ট অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত ইতিমধ্যেই মহারাষ্ট্র সহ দেশের দশটি রাজ্যে বার্ড-ফ্লু হানা দিয়েছে।

আপাতত এই বার্ড ফ্লু যাতে কোনভাবে ছড়িয়ে না পড়ে, তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে দিল্লির রাজপথে চলতে থাকা কৃষি আন্দোলনের পাশে ক্রমশ এসে দাঁড়াচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। স্বাভাবিকভাবেই কৃষকদের এতে জোর বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দেশের শীর্ষ আদালত থেকেও কৃষি আইন নিয়ে আজ প্রশ্ন ছোঁড়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। এই পরিস্থিতিতে বিজেপির প্রাক্তন জোট সঙ্গী শিবসেনার কটাক্ষ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সে কথা বলাই বাহুল্য।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!