কৃষ্ণনগরেও “রেকর্ড মার্জিনে” জয়ের অঙ্গীকার নিয়ে প্রথম দিন থেকেই প্রচারে ঝড় তুলতে চাইছেন মহুয়া মৈত্র নদীয়া-২৪ পরগনা রাজ্য March 17, 2019 গত 2009 এর পর 2014 সালে নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে অভিনেতা তাপস পালকে দাঁড় করিয়ে সেখানে শেষ হাসি হেসেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু নিজেকে “মাল” বলে উপলব্ধি করা কৃষ্ণনগরের এই তৃণমূলের প্রাক্তন সাংসদ একাধিক চিটফান্ড কেলেঙ্কারি সহ বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে শিরোনামে চলে আসায় দিনকে দিন দলের সাথে দূরত্ব বাড়তে থাকে সেই তাপস পালের। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, তাহলে কি তাপস পালকে এবারে দাঁড় করাবেন তৃণমূল নেত্রী? কিন্তু না, গত মঙ্গলবার কালীঘাটের বাসভবনে রাজ্যের 42 টি কেন্দ্রের দলীয় প্রার্থীর নাম ঘোষণার সময় নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে করিমপুরের তৃণমূলের বিধায়ক তথা সুবক্তা হিসেবে পরিচিত মহুয়া মৈত্রের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নাম ঘোষণার পরই প্রথম শুক্রবার নিজের কেন্দ্রে প্রচারে বেরিয়ে পড়লেন সেই মহুয়া মৈত্র। সূত্রের খবর, এদিন দুপুর 12 টায় নদীয়া জেলা পরিষদ ভবনের কাছ থেকে তৃণমূলের প্রচার মিছিল শুরু হয়। যেখানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, নদীয়া জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা, তৃনমূল যুব কংগ্রেসের অন্যতম নেতা অয়ন দত্ত সহ অন্যান্যরা। আর এরপরই এই কালেক্টরেট মোড়ে এসে মহুয়া মৈত্র বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে পোস্ট অফিস মোড়ে নেতাজী এবং রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে বাসস্ট্যান্ডে জেলা পার্টি অফিসের সামনে ব্যান্ড পার্টি সহযোগে এই মিছিলটি শেষ করেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিকে দীর্ঘদিন ধরে এলাকার “ভালো বিধায়ক” হিসেবে পরিচিত মহুয়া মৈত্রকে দেখতে পেয়ে তীব্র আবেগ ও উচ্ছাসে ভাসতে দেখা যায় সাধারণ মানুষ থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের। কিন্তু প্রচারে সাফল্য পেলেও অতীতের সমস্ত মার্জিনকে টেক্কা দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে কি কৃষ্ণনগরে জয় ছিনিয়ে আনতে পারবেন এখানকার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র? এদিন এই প্রসঙ্গে নদীয়া জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “অতীতের সমস্ত রেকর্ড এবার ভেঙে যাবে। জয়ের মার্জিন এবার আরও অনেক বাড়বে।” অন্যদিকে জয়ের মার্জিন প্রসঙ্গে এদিন মুখ খুলে মহুয়া মৈত্র বলেন, “আমি আমার রাজনৈতিক জীবনের প্রথমটা এই জেলা থেকেই শুরু করেছি। আমি সৌভাগ্যবান যে আমাদের প্রিয় দিদি আমাকে এই মাটিতেই লোকসভায় লড়ার জন্য নির্বাচিত করেছেন। এজন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। এই কেন্দ্রে দু নম্বর, তিন নম্বর কে হবে তা ওরা সিদ্ধান্ত নিক। কিন্তু আমরা এখানে এক নম্বরে আছি, আর এক নম্বরেই থাকব।” তবে প্রার্থী মহুয়া মৈত্র থেকে শুরু করে জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত আসন্ন লোকসভা নির্বাচনে নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দখলের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী হলেও আদতে এই জয়ের পেছনে তাপস পাল ফ্যাক্টর বা দলীয় গোষ্ঠী কোন্দল কাজ করে কিনা এখন সেদিকেই নজর সকলের। আপনার মতামত জানান -