এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পিবি এক্সক্লুসিভ: এই মুহূর্তে লোকসভা ও বিধানসভা ভোট হলে কি হবে কৃষ্ণনগরের চিত্র?

পিবি এক্সক্লুসিভ: এই মুহূর্তে লোকসভা ও বিধানসভা ভোট হলে কি হবে কৃষ্ণনগরের চিত্র?


এগিয়ে আসছে লোকসভা নির্বাচন – আর তার সাথেই বাড়ছে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ। একদিকে যখন তৃণমূল নেত্রীর ৪২-এ-৪২ করার ডাক, অন্যদিকে তখন গেরুয়া শিবিরের রাজ্য থেকে ২২ টি আসন জয়ের দাবি। পিছিয়ে নেই বামফ্রন্ট বা কংগ্রেসও, ২০১৬ বিধানসভার মত আবারো জোট করে তৃণমূল-বিজেপির সব অঙ্ক তারা গুলিয়ে দেবে? প্রশ্ন অনেক – উত্তর খোঁজার চেষ্টায় আমরা।

আমরা আগেই জানিয়েছিলাম, লোকসভা নির্বাচন জট এগিয়ে আসবে ততই পর্যায়ক্রমে আমরা এই রাজ্যের ফলাফল কি হতে পারে তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা চালাব। এর আগে আমরা গত মার্চ ও জুলাই মাসে – দু-দুটি সমীক্ষা করি। গত জুলাই মাসে করা আমাদের করা শেষ সমীক্ষায় আমাদের দাবি ছিল, এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে – তৃণমূল – ৩২, বিজেপি – ৯, কংগ্রেস – ১ ও বামফ্রন্ট – ০ টি আসন পেতে পারে।

এর প্রায় তিন মাস পরে, গত ১ লা নভেম্বর, এবিপি ও সি-ভোটারের মত স্বনামধন্য দুই সংস্থার সমীক্ষায় উঠে আসে হুবহু সেই একই তথ্য। আর এরপরেই স্বাভাবিকভাবেই, আমাদের পাঠককুলের জিজ্ঞাস্য হয় – আমাদের পরবর্তী সমীক্ষা কবে? অবশেষে সেই সমীক্ষা সামনে আনতে চলেছি আমরা। আগামী ১৪ দিনে রাজ্যের ৪২ টি লোকসভা ও ২৯৪ টি বিধানসভা আসনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব – প্রতিদিন ৩ টি করে লোকসভা ও ২১ টি করে বিধানসভার চিত্র।

বিধিবদ্ধ সতর্কীকরণ – এই সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ কি ভাবছেন তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। এই সমীক্ষায় যে যে বিষয়গুলি রয়েছে –
১. সমীক্ষার কাল – ২২ শে অক্টোবর থেকে ১৫ ই নভেম্বর
২. প্রতিটি লোকসভার প্রতিটি বিধানসভায় এই সমীক্ষা চালানো হয়েছে
৩. প্রতিটি বিধানসভার অন্তত ১০% বুথে এই সমীক্ষা করা হয়েছে
৪. যে বুথে এই সমীক্ষা করা হয়েছে তার অন্তত ৫০-৭০ জন ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে
৫. মোট ৩.৫ লক্ষ মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে
৬. রাজনৈতিক নেতাদের দলবদল এই সমীক্ষার একটি বড় প্রভাব হিসাবে ধরা হয়েছে
৭. পঞ্চায়েত নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি এই নির্বাচনের একটি বড় প্রভাব হিসাবে ধরা হয়েছে
৮. রাজ্যের প্রধান চার রাজনৈতিক দল পৃথক-পৃথক ভাবে লড়াই করছে, কোন জোট হচ্ছে না ধরে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আজ কৃষ্ণনগর লোকসভা ও এই লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভার (তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও কৃষ্ণনগর দক্ষিণ) সমীক্ষা প্রকাশ করা হল। প্রথমেই দেখে নেওয়া যাক কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত বিধানসভাগুলির সাম্ভাব্য ফলাফল –

১. তেহট্ট
তৃণমূল কংগ্রেস – ৩৯%
বিজেপি – ৩৭%
বামফ্রন্ট – ১৯%
কংগ্রেস – ৩%
অন্যান্য – ১%
নোটা – ১%

তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ২,০০০ – ৭,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

২. পলাশীপাড়া
তৃণমূল কংগ্রেস – ৩২%
বিজেপি – ৩৬%
বামফ্রন্ট – ২২%
কংগ্রেস – ৬%
অন্যান্য – ৩%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ৫,০০০ – ১০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৩. কালীগঞ্জ
তৃণমূল কংগ্রেস – ৩৪%
বিজেপি – ৩৮%
বামফ্রন্ট – ১৮%
কংগ্রেস – ৭%
অন্যান্য – ২%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ৫,০০০ – ১০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৪. নাকাশিপাড়া
তৃণমূল কংগ্রেস – ৩৭%
বিজেপি – ৪১%
বামফ্রন্ট – ১৬%
কংগ্রেস – ৩%
অন্যান্য – ২%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ৫,০০০ – ১০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৫. চাপড়া
তৃণমূল কংগ্রেস – ৩৬%
বিজেপি – ৩৪%
বামফ্রন্ট – ২৩%
কংগ্রেস – ৪%
অন্যান্য – ২%
নোটা – ১%

তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ২,০০০ – ৭,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৬. কৃষ্ণনগর উত্তর
তৃণমূল কংগ্রেস – ৩৭%
বিজেপি – ৪৬%
বামফ্রন্ট – ১২%
কংগ্রেস – ২%
অন্যান্য – ২%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ১৫,০০০ – ২০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৭. কৃষ্ণনগর দক্ষিণ
তৃণমূল কংগ্রেস – ৩৪%
বিজেপি – ৩৭%
বামফ্রন্ট – ২৩%
কংগ্রেস – ৩%
অন্যান্য – ২%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ৪,০০০ – ৯,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

অর্থাৎ কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভার মধ্যে ২ টি আসন তৃণমূল কংগ্রেস ও ৫ টি আসন বিজেপি পেতে পারে। এখন দেখে নেওয়া যাক, কৃষ্ণনগর লোকসভার সাম্ভাব্য ফলাফল কি হতে চলেছে –

তৃণমূল কংগ্রেস – ৩৬%
বিজেপি – ৩৮%
বামফ্রন্ট – ১৯%
কংগ্রেস – ৪%
অন্যান্য – ২%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ২৫,০০০ – ৫০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

সমগ্র রাজ্যের প্রিয়বন্ধু মিডিয়ার করা সমীক্ষার ফল একনজরে –
মোট লোকসভা আসন – ৪২
এখনো পর্যন্ত প্রকাশিত সমীক্ষা – ২২
তৃণমূল কংগ্রেস – ১৪
বিজেপি – ৭
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ১
অন্যান্য – ০

মোট বিধানসভা আসন – ২৯৪
এখনো পর্যন্ত প্রকাশিত সমীক্ষা – ১৫৪
তৃণমূল কংগ্রেস – ৮৪
বিজেপি – ৫৭
বামফ্রন্ট – ৪
কংগ্রেস – ৬
অন্যান্য – ৩

এখনও পর্যন্ত যে যে আসনে সমীক্ষা প্রকাশিত হয়েছে – (সংশ্লিষ্ট লোকসভার ও তার অন্তর্গত ৭ টি বিধানসভার বিস্তারিত সমীক্ষা জানতে লোকসভা আসনের নামের উপর ক্লিক করুন)
১. কুচবিহার
২. ব্যারাকপুর
৩. আরামবাগ
৪. আলিপুরদুয়ার
৫. দমদম

৬. তমলুক
৭. জলপাইগুড়ি
৮. বারাসত
৯. কাঁথি
১০. দার্জিলিং

১১. বসিরহাট
১২. ঘাটাল
১৩. রায়গঞ্জ
১৪. ঝাড়গ্রাম
১৫. মেদিনীপুর

১৬. শ্রীরামপুর
১৭. পুরুলিয়া
১৮. বাঁকুড়া
১৯. বালুরঘাট
২০. মালদা উত্তর

২১. মালদা দক্ষিণ
২২. কৃষ্ণনগর

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!