এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কৃষ্ণপ্রেমে মেতে বিশ্বখ্যাত ফোর্ড কোম্পানির মালিক নিজের নাম বদলে ২৫০ কোটির মন্দির নির্মাণ!

কৃষ্ণপ্রেমে মেতে বিশ্বখ্যাত ফোর্ড কোম্পানির মালিক নিজের নাম বদলে ২৫০ কোটির মন্দির নির্মাণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আমরা যারা গাড়ি চলতে ভালোবাসি, বা গাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করতে ভালবাসি, তাদের কাছে ‘ ফোর্ড ‘ নামক গাড়ি সংস্থাটি অত্যন্ত জনপ্রিয়। ‘ ফোর্ড মোটর সংস্থা ‘ বা ফোর্ড আসলে আমেরিকান একটি বহুজাতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা, ১৯০৩ সালে যেটি হেনরি ফোর্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে যার অধীনে বিলাসবহুল গাড়ি প্রস্তুত ও বিক্রয় প্রক্রিয়া চলে এবং ডিয়রবর্নে প্রধান সদর দপ্তর রয়েছে।

বর্তমান সেই গাড়ি সংস্থার যুগ্ম চেয়ারম্যানের মধ্যে একজন হলেন আলফ্রেড ফোর্ড। তবে কে তিনি? হেনরি ফোর্ড এবং অ্যাডসেল ফোর্ডের কন্যা জোসেফাইন ক্লে ফোর্ড। সেই জোসেফাইন এর পুত্র হলেন আলফ্রেড ফোর্ড। তবে বর্তমানে তিনি অম্বরিশ দাস নামেই পরিচিত। আলফ্রেড থেকে কিভাবে অম্বরিশ হলেন তিনি, সেই গল্প শুনে নিন তবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, জন্মের পর থেকে জগতের মায়ায় ডুবে থাকলেও শান্তি পাচ্ছিলেন না মনে। তাঁর একাকীত্বের কারণ খুঁজতে গেলে যোগাযোগ হয় শ্রীল প্রভুপাদ এর সঙ্গে। তিনি আলফ্রেড এর মনে কৃষ্ণপ্রেম জাগ্রত করেন। তাই কপালে তিলক কেটে, ধুতি পাঞ্জাবি পরে তিনি কৃষ্ণ নামে মগ্ন থাকেন।

তবে এখানেই শেষ নয়, তাঁর গুরুকে শ্রদ্ধা জানাতে তাঁর উদ্যোগে তৈরি হচ্ছে চন্দ্রোদয় নামের একটি কৃষ্ণ মন্দির। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুরে এক লক্ষ বর্গফুট এলাকা নিয়ে তৈরি হওয়া সেই মন্দিরের উচ্চতা ১১৩ মিটার। আর সেটি তৈরীর জন্যই ২৫০ কোটি টাকা তিনি দান করেছেন। তবে বাকি টাকা চাঁদার মাধ্যমে জোগাড় করা হচ্ছে বলে জানা গেছে। আশা করা যাচ্ছে ২০২২ সালে এই কাজ শেষ করতে পারলে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!