এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষক আন্দোলন নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ, শোরগোল তুলে দিলেন এই মমতা-ঘনিষ্ঠ!

কৃষক আন্দোলন নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ, শোরগোল তুলে দিলেন এই মমতা-ঘনিষ্ঠ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2024 এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই জাতীয় স্তরের বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কৃষক আন্দোলন থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, বিভিন্ন বিষয়কে হাতিয়ার করে সংসদের ভেতরে এবং বাইরে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে দেখা যাচ্ছে তৃণমূলের সাংসদদের। তবে দিল্লির পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে প্রতিমুহূর্তে সভা-সমিতির মধ্যে দিয়ে রাজনৈতিক আক্রমণ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রীদের। আর এবার কৃষক আন্দোলনের কথা তুলে ধরে বিজেপি ভাঙ্গার রাজনীতি করে বলে দাবি করতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুকে। যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন ঝাড়গ্রামে তৃণমূলের কিসান ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। আর সেখানেই উপস্থিত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। আর সেই সমাবেশেই বক্তব্য রাখতে উঠে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদের ওপর যে বঞ্চনা হচ্ছে, সেই কথা তুলে ধরেন তিনি। এদিন এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে পূর্ণেন্দু বসু বলেন, “ওরা ভাঙার রাজনীতি করে। আর আমরা গড়ার রাজনীতি করি। ওরা মানুষের জন্য কাজ করে না। ওরা নিজেদের স্বার্থে রাজনীতি করে। আর আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। তৃণমূল রাজধানী দিল্লিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সহ-সভাপতিকে দিল্লিতে কৃষক আন্দোলনে পাঠিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা দিয়েছেন। কৃষকদের জন্য সমস্ত রকম সহানুভূতি তৃণমূল কংগ্রেসের রয়েছে। কৃষকদের দুর্দশার কথা কেন্দ্রের বিজেপি সরকার একবারও চিন্তা করে না। কৃষক আন্দোলনের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখায়নি কেন্দ্রের মোদী সরকার। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। যা দেশের অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করতে পারেননি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ কৃষক আন্দোলনের কথা তুলে ধরে বাংলার কৃষিজীবী সম্প্রদায়ের মানুষের মনে বিজেপি বিরোধিতার বিষয়টি ভালো করে প্রবেশ করানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক। এক্ষেত্রে দিল্লির কৃষকদের জ্বালা-যন্ত্রণার কথা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকার যে কৃষক বিরোধী, তা তুলে ধরার চেষ্টা করলেন তিনি। পর্যবেক্ষকদের মতে, শুধু দিল্লির মাটিতে নয়, দেশের অন্যান্য রাজ্যগুলোতেও ধীরে ধীরে বিস্তার লাভ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।

এক্ষেত্রে যে বাংলা থেকে তৃণমূলের উত্থান, সেই বাংলায় আরও বেশি করে যাতে বিজেপি বিরোধীতার বিষয়টি তুলে ধরা যায়, সেই চেষ্টা করতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। আর সেই লক্ষ্য নিয়েই জাতীয় স্তরে তৈরি হওয়া একের পর এক বিজেপি বিরোধী বিষয়কে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা পূর্ণেন্দু বসুকে। যা গেরুয়া শিবির কে অনেকটাই চাপের মুখে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!